আজ পথে শোভাযাত্রা
কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফুর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধারদেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার (পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের) রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভুলে থাকুন। এটাই ওনার রাজনৈতিক কৌশল।
advertisement
আরও পড়ুন: বঙ্গ বিজেপিকে কড়া বার্তা সন্তোষের! অনুপস্থিত কেন এত নেতা, গেরুয়া শিবিরে প্রবল গুঞ্জন
সম্পত্তির উপর বুলডোজার
উনি (পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায়) একবার চালিয়ে দেখান না। ওনার ওপর আঙুল উঠছে কেন? আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সবাই কামিয়ে নিয়েছে। মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে লোক পেটাচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক প্রশ্ন করে। কী উত্তর দেব আমরা?
আরও পড়ুন: বৃষ্টি হবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ ভুগবে সেই গরমেই! মারাত্মক পূর্বাভাস হাওয়া অফিসের
অনুব্রতর হাজিরা এবং বিপুল সম্পত্তি
সবে ১৬২ সম্পত্তি পাওয়া গেছে। আরও আছে। যাকে তাকে ধমকে উনি এগুলো বাগিয়ে নিয়েছেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও জানা যাবে।
