TRENDING:

Dilip Ghosh: 'সংগঠন দুর্বল, পুরভোটে সাফল্যের আশা করিনি', বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দিলীপ

Last Updated:

তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ নয়, বিজেপি-র সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একে পুরভোটে বিপর্যয় (KMC Elections 2021)৷ তার পরেও যেন অস্বস্তি কাটছে না বিজেপি শিবিরে৷ এবার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির৷ বিজেপি নেতার দাবি, কলকাতা পুরসভা নির্বাচনে খারাপ ফলের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলেন তাঁরা৷ তবে তার জন্য শুধু তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ নয়, বিজেপি-র সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি৷
দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

এ দিন ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কলকাতা বা তার আশপাশের এলাকায় লোকসভা, বিধানসভা নির্বাচনেও আমরা ভাল কিছু করতে পারিনি৷ কারণ এই এলাকায় আমাদের সংগঠন খুবই দুর্বল৷ তার উপরে এই সন্ত্রাস চলেছে৷ ফলে পুরভোটে বিরাট সাফল্য পাবো, এ রকম আমরা কেউই ভাবিনি৷ কেউ আশা করেননি খুব ভাল কিছু হবে৷'

advertisement

আরও পড়ুন: পুরভোটে জয়ী নির্দল কাউন্সিলররা কি তৃণমূলে? গুঞ্জনে জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

এর পরেই শাসক দল তৃণমূলের দিকে আঙুল তুলে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'তৃণমূলও জানত ওরা একশোর বেশি আসন পাবে৷ তার পরেও ওরা কেন রিগিং করল? কারণ ওরা বার্তা দিয়ে রাখল যে বাংলার নির্বাচন এ ভাবেই হবে৷ বাকি পুরসভা নির্বাচনগুলির জন্য একটা নমুনা রেখে দিল৷'

advertisement

দিলীপ ঘোষের এই মন্তব্যে অবশ্য প্রশ্ন ওঠাই স্বাভাবিক৷ কারণ পুরভোটের প্রচারে দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা অনেকেই দাবি করেছিলেন, কলকাতা পুরসভা থেকেই পরিবর্তনের সূত্রপাত হবে৷ যদিও শেষ পর্যন্ত ১৪৪টি আসনে লড়ে মাত্র তিনটিতে জয়ী হয়েছে বিজেপি৷ ভোট প্রাপ্তির নিরিখেও বিজেপি-কে টপকে গিয়েছে বামেরা৷

আরও পড়ুন: মাত্র তিনেই কেন থামতে হল? বিজেপি-র বিপর্যয়ে উঠে আসছে একাধিক কারণ

advertisement

দিলীপ ঘোষের সঙ্গে আংশিক সহমত পোষণ করেও দলের এই পরিণতির জন্য তৃণমূল থেকে আসা নেতাদের একাংশকে দায়ী করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ তাঁর দাবি, 'দিলীপবাবু যা বলেছেন, সেটা দলের বাস্তব অবস্থা৷ একটি রাজনৈতিক দল নিজেদের মূল্যায়ন করতেই পারে৷ দিলীপ বাবু যেটা বলেননি সেটা হল এই যে কলকাতায় সাংগঠনিক দুর্বলতা কাটাতে আমরা তৃণমূল থেকে আসা কিছু নেতাদের উপরে অতি মাত্রায় নির্ভর করেছিলাম৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ তাঁর দাবি, 'দিলীপবাবু এটা বলতে বাধ্য হচ্ছেন৷ তার দুটো কারণ৷ প্রথমত, এটা বাস্তব বিজেপি-র সংগঠন নেই এবং তারা দুর্বল৷ দ্বিতীয় কারণ হল, বিজেপি-র খারাপ ফল হওয়ায় দিলীপ বাবু মনে মনে খুশি হচ্ছেন৷ কারণ তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷' তৃণমূল নেতার আরও দাবি, 'শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই বিজেপি দুর্বল৷ কারণ ঝাড়গ্রাম সহ যে এলাকাগুলিতে বিজেপি লোকসভায় জিতেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে সেসব জায়গাতেও বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভরাডুবি হয়েছে৷'

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'সংগঠন দুর্বল, পুরভোটে সাফল্যের আশা করিনি', বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দিলীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল