আরও পড়ুন: হাসনাবাদ থেকে গ্রেফতার মরা মুরগির কারবারে মূল অভিযুক্ত কওসর
হাসপাতাল সূত্রে খবর, ফিজিওথেরাপির পর হুইল চেয়ারে করে কিছুটা ঘোরানো হবে তাঁকে। প্রয়োজনে হাঁটানোও হতে পারে। সবকিছু ঠিক থাকলে আজই আইসিইউ থেকে সরিয়ে দিলচাঁদকে সার্জিকাল আইসোলেশন ওয়ার্ডে দেওয়া হবে।
আরও পড়ুন: হাওড়া-মালদহ ইন্টারসিটিতে কলেজছাত্রীর ব্যাগ ছিনতাই, ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা
advertisement
তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। কড়া পর্যবেক্ষণেই থাকবেন তিনি। চিকিৎসায় যেভাবে দ্রুত সাড়া দিচ্ছেন দিলচাঁদ, তাতে আগামী সপ্তাহে ছুটি দেওয়া হতে পারে তাঁকে।
কার্যত অসাধ্য সাধন করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সোমবার সাড়ে ছ'ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এসেছে সাফল্য। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছে কলকাতা। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন ব্রেন ডেথ হওয়া বেঙ্গালুরুর একুশ বছরের বরুণ ডি কে। মেডিক্যাল রিপোর্ট বলছে, সুস্থ আছেন দিলচাঁদ।