হাওড়া-মালদহ ইন্টারসিটিতে কলেজছাত্রীর ব্যাগ ছিনতাই, ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা
Last Updated:
ফের ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। আজ সকালে হাওড়া-মালদহ ইন্টারসিটিতে কলেজছাত্রীর ব্যাগ ছিনতাই করা হয়।
#মালদহ: ফের ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। আজ সকালে হাওড়া-মালদহ ইন্টারসিটিতে কলেজছাত্রীর ব্যাগ ছিনতাই করা হয়। কালিয়াচকের কাছে খালতিপুর স্টেশন আসতেই ট্রেন থেকে নেমে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ধাওয়া করে কলেজছাত্রী। কিন্তু পালিয়ে যায় তারা। পরে মালদহ টাউন স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
বুধবার হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরায় ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ৷ গতকাল রাত ১০:৪৫ নাগাদ খালতিপুর স্টেশনে পৌঁছয় স্টেশন ৷ সেই সময় কামরা হামলায় চালায় দুষ্কৃতী ৷ সিটে বসে থাকা ছাত্রীর হাত থেকে মোবাইল ও ব্যাগ ছিনতাই করে সেখান থেকে চম্পট দেয় ৷
advertisement
advertisement
ছাত্রী তার পিছনে দাওয়া করলেও ধরতে পারেনি ৷ এরপর চেন টেনে ট্রেন দাঁড় করায় সহ-যাত্রীরা ৷ এরপর ট্রেন মালদহ স্টেশনে পৌঁছলে সেখানে GRP থানায় অভিযোগ দায়ের করা হয় ৷
Location :
First Published :
May 24, 2018 11:35 AM IST