TRENDING:

সিদ্ধিযোগের 'অন্য' গণেশচতুর্থী পুজো

Last Updated:

বছর কুড়ির বাবাই চতুর্থীর দিনে মারা যায়, উত্তর ২৪ পরগনার বীরপুর গ্রামে ডেভিডের অনাথ আশ্রমে বসবাসকারী দেড়শো ক্ষুদেরা আজ এক একটা ছোট ছোট বাবাই। যাদের মধ্যে বাবাই কে দেখতে পান হতভাগ্য বাবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দেশজুড়ে ধুমধামের সঙ্গে যখন সিদ্ধিদাতার পুজো তখন গণেশ চতুর্থীর 'অন্য পুজো' বাংলায়। সিদ্ধিলাভের অমোঘ টানে লাড্ডু সহযোগে গণেশ পুজোর দিনে মনস্কামনা পূরণে অন্যপুজোর দেব-দেবী ১৫০ ক্ষুদে। এরা প্রত্যেককেই এক একজন গণেশ এক বাবার চোখে। তাদের প্রত্যেকের মুখে গণেশ মুখোশ। অনাবিল আনন্দে কাটলো এই ক্ষুদেদের গণেশ চতুর্থীর সারাটা দিন।
advertisement

বছর কুড়ির বাবাই চতুর্থীর দিনে মারা যায়। বাগুইআটির অরিন্দম মিত্রের সন্তান বাবাই।  একমাত্র সন্তান ছিলেন বাবাই। খেতে বড্ড ভালোবাসতো ছেলেটা। ভালোবাসতো খাওয়াতেও। প্রত্যেক বছর জন্মদিনে বাবাই নিজেও যেমন খেত, খাওয়াতো এলাকার লোকজনদের ও বন্ধু-বান্ধবদের। এই ভাবেই প্রত্যেক বছর বাবাইয়ের জন্মদিন পালন হয়ে আসছিল। গেলো বছর ছন্দপতন। গণেশ চতুর্থীর দিনে বাবাই আত্মহননের পথ বেছে নেয়। বাবাই- র মৃত্যুর পর দেড়শ জনের দায়িত্ব তুলে নিয়েছেন অরিন্দম বাবু নিজের হাতে।

advertisement

গণেশ চতুর্থী আছে কিন্তু বাবাই নেই। তবে ফটো ফ্রেমবন্দী  বাবাই। উত্তর ২৪ পরগনার বীরপুর গ্রামে ডেভিডের অনাথ আশ্রমে বসবাসকারী দেড়শো ক্ষুদেরা আজ এক একটা ছোট ছোট বাবাই। যাদের মধ্যে বাবাই কে দেখতে পান হতভাগ্য বাবা। মনের কোণে জমা মেঘটা কিছুটা কাটে অরিন্দম বাবুর, বাচ্ছাদের মুখে হাসি দেখে। বাবাই যে  খাবারগুলো খেতে ভালবাসতো সেই একই মেন্যু অরিন্দম বাবু তৈরি করান।   ছোট ছোট বাবুদের মুখে দেখা গেল গণেশের মাস্ক। সামনে প্লেট সাজানো রকমারি মোদক। এভাবেই গণেশ চতুর্থীতে বাবাইয়ের মৃত্যুদিনে পালন হল গণেশ ঠাকুরের অন্যপুজো। ভাত ডাল পাঁচ রকম ভাজা শুক্ত মাছের কালিয়া চাটনি রকমারি সন্দেশ। দাঁড়িয়ে থেকে ক্ষুদেদের তৃপ্তি সহকারে খাবার পরিবেশন করে গণেশ চতুর্থীর সিদ্ধিলাভের মনস্কামনা রাখেন এক বাবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ARNAB HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিদ্ধিযোগের 'অন্য' গণেশচতুর্থী পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল