TRENDING:

Dhupguri By election: বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূলের দেব-মিমি-নুসরত, ধূপগুড়ির প্রচারে তারকাদের জোর টক্কর

Last Updated:

গত ২৫ জুলাই কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। তারপরে তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ সেই উপ নির্বাচন হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনকে নিয়ে কম জলঘোলা দেখেনি পশ্চিমবঙ্গ৷ এর মধ্যে সামনেই রাজ্যে আরও এক উপনির্বাচন। উত্তরবঙ্গের ধূপগুড়ির উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই  তুঙ্গে শাসক-বিরোধী তরজা ও রাজনৈতিক লড়াই। ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপিও৷ সেই তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম রয়েছে৷ এবার তৃণমূলের তরফে প্রকাশ করা হল তারকা প্রচারকদের তালিকা৷
advertisement

তৃণমূলের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন৷ এছাড়াও, রয়েছেন তারকা সাংসদ-বিধায়ক দেব, মিমি, নুসরত, সায়ন্তিকা, অদিতি মুন্সি, জুন মালিয়া এবং সোহম।

আরও পড়ুন: পায়খানা-বাথরুমও পরিষ্কার করতে হত ফার্স্ট ইয়ারদের, চলত দাদাদের ‘দাদাগিরি’ অলিখিত পরম্পরা

তালিকায় মোট ৩৭ জন নাম প্রকাশ করা হয়েছে। দেব-মিমি-নুসরত ছাড়াও দেবাংশু, সুদীপ রাহার মতো যুব মুখেরাও প্রচারে থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, থাকছেন বেশ কয়েকজন মন্ত্রী, যেমন, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা, চন্দ্রিমা ভট্টাচার্য , স্নেহাশিস চক্রবর্তী, শশী পাঁজা, গোলাম রাব্বানি। এছাড়াও, থাকছেন কুণাল ঘোষ সহ একাধিক নেতা।

advertisement

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন৷ সবার শেষে হলেও স্বাধীনতা দিবসের দিন প্রার্থীর নাম ঘোষণা করে রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির৷ বঙ্গ বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে তারকা প্রচারকের তালিকাও৷ তার মধ্যে জ্বলজ্বল করছে মিঠুন চক্রবর্তীর নাম৷

মিঠুন চক্রবর্তী ছাড়াও রাজবংশী অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ৷ এছাড়াও রয়েছেন,অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়৷ তারকা প্রচারকের তালিকায় রাখা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শংকর ঘোষ, অনন্ত মহারাজ, নিশীথ প্রামাণিক এবং অমিত মালব্য সহ ৪০ জনকে।

advertisement

আরও পড়ুন: গাড়ির মধ্যে রক্তের ছাপ! ‘ওঁরা বলেছিল, উপর থেকে ঝাঁপ দিয়েছে,’ বললেন সেই রাতের ট্যাক্সিচালক

গত ২৫ জুলাই কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। তারপরে তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ সেই উপ নির্বাচন হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর।

advertisement

গত ১৫ অগাস্টই ধূপগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা কাণ্ডে নিহত সেনাকর্মী জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজবংশী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের। উত্তরবঙ্গে ভাওয়াইয়া লোকগানের জনপ্রিয় শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী করেছে বামেরা। ইনিও রাজবংশী। কংগ্রেসের পক্ষ থেকে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের কথাও ঘোষণা করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ধূপগুড়ি উপ নির্বাচনেও শাসক-বিরোধী কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। দুই শিবিরই জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dhupguri By election: বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূলের দেব-মিমি-নুসরত, ধূপগুড়ির প্রচারে তারকাদের জোর টক্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল