মৃত্যু শংসাপত্রে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। এলাকাবাসীর দাবি, এলাকা ঠিকমতো পরিষ্কার হয় না। মাঝে মাঝে পরিষ্কার হয়। এলাকায় অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আছেন। জঞ্জাল আছে, সেটাও পরিষ্কার হয় না বলে অভিযোগ এলাকাবাসীর এবং এক ডেঙ্গি আক্রান্তের।
আরও পড়ুন: কলকাতায় ফের টাকার পাহাড়! উল্টোডাঙায় রাতভর তল্লাশিতে উদ্ধার কোটি-কোটি টাকা! বিরাট অভিযান
advertisement
আর বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর পর অঞ্চলের শুরু হল মাইকিং। পৌরসভার উদ্যোগে মাইকিং করে অঞ্চলের মানুষকে ডেঙ্গি সম্পর্কে সচেতন করলেন পৌরসভার কর্মীরা, এরপরেই বড়নগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মৃত ডোনা মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে এলেন পৌরসভার উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু এবং পৌরসভার মেডিক্যাল অফিসার সহ স্থানীয় পৌর প্রতিনিধি।
আরও পড়ুন: 'সুকান্তকে মানি না', সাফ জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ! তাহলে কি বিজেপিতে ইতি? বিস্ফোরক সাংসদ
পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসক জয়দীপ মজুমদার জানালেন ডোনা মুখোপাধ্যায় তার শারীরিক অন্যান্য সমস্যাও ছিল, কী কারণে মৃত্যু হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ডেঙ্গি সম্পর্কে অঞ্চলের মানুষজনকে সচেতন থাকার বার্তা দেবেন চিকিৎসক জয়দীপ মজুমদার।
---অরুণ ঘোষ