ডেঙ্গি সংক্রমণে শীর্ষে থাকা পুর এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে ডেঙ্গি দমনে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের এক স্বাস্থ্য কর্তা এদিন জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩ টি ওয়ার্ডকে অতি ডেঙ্গিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- Exclusive: ৫৪৮ থেকে ৫৩৫! সামান্য কমলেও ডেঙ্গি সংক্রমণ নিয়ে উদ্বেগে নবান্ন
শুধু কলকাতা শহরই নয়, কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভা এলাকায় উদ্বেগজনভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে
সম্প্রতি ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে স্বাস্থ্য দফতরের তরফে কলকাতা পুরসভার মেয়র ফরহাদ হাকিমের হাতে ডেঙ্গি সংক্রান্ত একটি রিপোর্ট তুলে দেওয়া হয়।
সেই রিপোর্টে কলকাতা পুরসভার অন্তর্গত ১৩ টি ওয়ার্ডকে অতি ডেঙ্গি প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতি ডেঙ্গি প্রবণ কলকাতা পুরসভার সেই ওয়ার্ড গুলি হলো যথাক্রমে ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮২, ৮৩, ৯৩, ৯৪, ১১২, ১১৭ এবং ১২১ নম্বর।
কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক শহরতলিতে ডেঙ্গির প্রকোপ বেড়েছে। বাগুইআটি, বিধাননগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বেশ কিছু মানুষ একসঙ্গে ডেঙ্গি আক্রান্ত।
পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভা এলাকায় ৪৫ জন, বিধাননগরে ৩৪ জন, কামারহাটিতে ৩৩ জন, হাবড়া ২ নম্বর ব্লকে ১৭ জন, ব্যারাকপুর ২ নম্বর ব্লকে ১৬ জন, রাজারহাটে ১২ জন ও বারাসাতে ৬ জন ডেঙ্গি আক্রান্ত বলে রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন- পার্থর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন আইনজীবীর
ডেঙ্গি নিয়ে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। প্রতিদিনই বিভিন্ন বরোর সঙ্গে সংক্রমণ প্রতিরোধে বৈঠক চলছে। প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অতীন ঘোষ।