পার্থর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন আইনজীবীর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরেই জামিনের আবেদন করা হয়৷ বলা হয়, অক্সিজেন বা নেবুলাইজারের মতো সামগ্রীর প্রয়োজন রয়েছে পার্থর৷
ইডির বিশেষ আদালতে পার্থর জামিনের আবেদন৷ এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবারই তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিন আদালতে পার্থের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী৷ তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরেই জামিনের আবেদন করা হয়৷ বলা হয়, অক্সিজেন বা নেবুলাইজারের মতো সামগ্রীর প্রয়োজন রয়েছে তাঁর৷
পার্থর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী৷ তিনি বলেন, পার্থর পরিবারের নামে একাধিক কোম্পানির সন্ধান মিলেছে৷ দুর্নীতির টাকা কোম্পানির নামে ট্রান্সফার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে৷ এমনকি অর্পিতার এলআইসির প্রিমিয়াম পার্থর অ্যাকাউন্ট থেকে৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2022 2:32 PM IST