TRENDING:

Debjani Mukherjee: ১০ বছর পর ৬ ঘণ্টা 'মুক্তি', ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?

Last Updated:

Debjani Mukherjee: সকাল থেকেই ঢাকুরিয়ার 'হরিণ বাড়িতে' আত্মীয়দের ঢল। এতদিন পর জেল থেকে বাড়ি এসে কী কী খেলেন দেবযানী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিনরাত এখন জেলেই জীবন কাটে মেয়ের। সেই মেয়ে দশ বছর পর বাড়ি ফিরছে। মাত্র ছ’ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি হলেও, ঘরে তো ফিরল মেয়ে। এতদিন পর অুমতি পেয়ে অসুস্থ মাকে দেখতে রবিবার নিজের ঢাকুরিয়ার বাড়িতে এসেছিলেন সারদা মামলায় অন্যতম অভিযুক্ত বিচারাধীন বন্দি দেবযানী মুখোপাধ্যায়। মায়ের অসুস্থতার কারণে দমদম জেল কর্তৃপক্ষ তাঁকে ৬ ঘণ্টার জন্যে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিল।
ঢাকুরিয়ার বাড়িতে দেবযানী
ঢাকুরিয়ার বাড়িতে দেবযানী
advertisement

মেয়ের বাড়ি আসা নিয়ে রবিবার ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়ার বাড়িতে আয়োজনের অভাব ছিল না। দুপুর বারোটা নাগাদ কড়া পুলিশি পাহারায় বাড়ি পৌঁছন দেবযানী মুখোপাধ্যায়। মা শর্বরী মুখোপাধ্যায় অসুস্থ। মাসখানেক আগে হাসপাতালে ভর্তি ছিলেন। ফোনে কথা বলতে পারছেন না, তারপরেই জেল কর্তৃপক্ষের কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চান দেবযানী।

advertisement

আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন

ঢাকুরিয়ার মুখোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ‘হরিণ বাড়িতে’ সকাল থেকেই রবিবার আত্মীয়রা চলে এসেছিলেন। এত বছর পর মেয়েকে সামনে থেকে দেখার সুযোগ পরিবারের কেউই হাতছাড়া করতে চাননি। এতদিন পর জেল থেকে বাড়ি এসে কী কী খেলেন দেবযানী? সূত্রের খবর, মা শর্বরী অসুস্থ থাকায় আত্মীয়রাই নানা পদ রান্না করেছিলেন। বেশিরভাগই দেবযানী যা খেতে ভালবাসেন। যদিও আলাদা করে পদের নাম জানানো হয়নি।

advertisement

আরও পড়ুন: ‘রিমাইন্ডার’, অমিত শাহের মন্ত্রকে ফের চিঠি কমিশনের! বাহিনী নিয়ে বিরাট কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৩ সালের এপ্রিলে কাশ্মীরের সোনমার্গ থেকে সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। রাজ্যজুড়ে দেবযানীর বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। রাজ্যের মামলায় জামিন পেলেও, অসম ও ওড়িশার একাধিক মামলা এখনও জামিন পাননি দেবযানী। সারদা মামলার এখন তদন্ত করছে সিবিআই ও ইডি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Debjani Mukherjee: ১০ বছর পর ৬ ঘণ্টা 'মুক্তি', ঢাকুরিয়ার বাড়িতে মায়ের কাছে কী কী খেলেন দেবযানী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল