মেয়ের বাড়ি আসা নিয়ে রবিবার ঢাকুরিয়ার ব্যানার্জি পাড়ার বাড়িতে আয়োজনের অভাব ছিল না। দুপুর বারোটা নাগাদ কড়া পুলিশি পাহারায় বাড়ি পৌঁছন দেবযানী মুখোপাধ্যায়। মা শর্বরী মুখোপাধ্যায় অসুস্থ। মাসখানেক আগে হাসপাতালে ভর্তি ছিলেন। ফোনে কথা বলতে পারছেন না, তারপরেই জেল কর্তৃপক্ষের কাছে বাড়িতে যাওয়ার অনুমতি চান দেবযানী।
advertisement
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন
ঢাকুরিয়ার মুখোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ‘হরিণ বাড়িতে’ সকাল থেকেই রবিবার আত্মীয়রা চলে এসেছিলেন। এত বছর পর মেয়েকে সামনে থেকে দেখার সুযোগ পরিবারের কেউই হাতছাড়া করতে চাননি। এতদিন পর জেল থেকে বাড়ি এসে কী কী খেলেন দেবযানী? সূত্রের খবর, মা শর্বরী অসুস্থ থাকায় আত্মীয়রাই নানা পদ রান্না করেছিলেন। বেশিরভাগই দেবযানী যা খেতে ভালবাসেন। যদিও আলাদা করে পদের নাম জানানো হয়নি।
আরও পড়ুন: ‘রিমাইন্ডার’, অমিত শাহের মন্ত্রকে ফের চিঠি কমিশনের! বাহিনী নিয়ে বিরাট কাণ্ড
২০১৩ সালের এপ্রিলে কাশ্মীরের সোনমার্গ থেকে সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে দেবযানী মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। রাজ্যজুড়ে দেবযানীর বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। রাজ্যের মামলায় জামিন পেলেও, অসম ও ওড়িশার একাধিক মামলা এখনও জামিন পাননি দেবযানী। সারদা মামলার এখন তদন্ত করছে সিবিআই ও ইডি।