TRENDING:

Debjani Mukherjee: 'প্রিজন ভ্যান' এসে দাঁড়াল ঢাকুরিয়ার মুখার্জি লেনে... দেবযানী হেঁটে বাড়িতে ঢুকতেই যা ঘটল...!

Last Updated:

Debjani Mukherjee Saradha Scam: ১০ বছর পর মুক্তি? রবিবাসরীয় দুপুরে অসুস্থ মায়ের কাছে দেবযানী! বাড়িতে ঢুকতেই শুরু হয়ে গেলে সময়ের উল্টো গোনা। কতক্ষণের সাক্ষাৎ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একের পর এক বেআইনি অর্থলগ্নি সংস্থা মাথা চাড়া দিয়ে উঠেছে। ২০১৩, হঠাৎ অভিযোগ উঠতে শুরু হল হাজার হাজার আমানতকারী প্রতারিত। প্রতারণা করেছে বেআইনি অর্থলগ্নি সংস্থা। সামনে আসে সারদা, রোজভ্যালির মতও সংস্থার নাম। গ্রেফতার হতে শুরু হয় একাধিক সংস্থার কর্ণধার।
দেবযানী মুখোপাধ্যায়
দেবযানী মুখোপাধ্যায়
advertisement

দেখতে দেখতে দশ বছর হয়ে পেরিয়ে গেল। মাঝে মাঝে শোনা যায় সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু বা দেবযানী মুখোপাধ্যায়দের নাম। তবে তারা এখনও তাদের বন্দিদশা কাটাচ্ছেন সংশোধনাগারের অন্ধকার কুঠুরিতে।

আরও পড়ুন: অলৌকিক…! করমণ্ডল-পরিণতি থেকে কী ভাবে রক্ষা চক্রধরপুর এক্সপ্রেসের? শুনলে চমকে যাবেন

এহেন অবস্থায় দশ বছর পর বাড়ি এলেন সারদা কাণ্ডে ধৃত সংস্থার সেকেন্ড ইন কম্যান্ড দেবযানী মুখোপাধ্যায়। তবে পুরোপুরি মুক্ত নন তিনি, মা অসুস্থ থাকার কারণে ঘণ্টা ছয়ের জন্য প্যারোলে বাড়ি এলেন দেবযানী। যিনি বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক। সংশোধনাগার সূত্রে খবর, তার মা গুরুতর অসুস্থ। সম্প্রতি হাসপাতালের ভর্তি হতে হয়েছিল। এই অবস্থায় মাকে দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন দেবযানী।

advertisement

বিশেষ সিবিআই আদালত ও সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়। আদালত সেই আবেদনে সাড়া দেয়। এরপরই ছ’ঘণ্টার জন্য মাকে দেখতে যাওয়ার অনুমতি মেলে। রবিবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ সংশোধনাগারের গাড়ি এসে থামে ঢাকুড়িয়া মুখার্জি পাড়া লেনে। সদর রাস্তায় প্রিজন ভ্যান থেকে নেমে পায়ে হেঁটেই বাড়িতে ঢুকলেন দেবযানী।

advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের আট আটটি কলেজ ভারতের সেরা ১০০-তে…! তালিকায় রাজ্যের কোন কোনটি? দেখুন চমকে দেওয়া লিস্ট

দশ বছর পর পাড়ার মেয়ে আসছে দেখে অনেককেই দেখা গেল বাড়ির দরজায় দাঁড়িয়ে দেবযানীকে দেখছেন। তখন বাড়ির ভিতরেও পুলিশি পাহাড়া। সটান ঢুকে বন্ধ হয়ে গেল মুখোপাধ্যায় পরিবারের সদর দরজা।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কোন কোন বুথে সিসিটিভি? কোথায় ভিডিওগ্রাফি? তালিকা তৈরিতে তৎপর কমিশন! জেলা থেকে রিপোর্ট তলব

advertisement

প্রসঙ্গত এই দশ বছরে বন্দিদশায় সংশোধনাগার থেকেই মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন দেবযানী। কখনও সখনও ভিডিও কলে মাকে দেখেছেন মেয়ে। কিন্তু অসুস্থ হওয়ার পর থেকেই মেয়েকে দেখার ইচ্ছা মায়ের। কিন্তু ভিডিও কলে তা সম্ভব হয়নি। তাই দেবযানী নিজেই প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের আট আটটি কলেজ ভারতের সেরা ১০০-তে…! তালিকায় রাজ্যের কোন কোনটি? দেখুন চমকে দেওয়া লিস্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, সারদা কাণ্ড সামনে আসার পর ২০১৩ সালে কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন দেবযানী। ওই বছর ২২ এপ্রিল দুজনকেই কাশ্মীর থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেট। পরে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Debjani Mukherjee: 'প্রিজন ভ্যান' এসে দাঁড়াল ঢাকুরিয়ার মুখার্জি লেনে... দেবযানী হেঁটে বাড়িতে ঢুকতেই যা ঘটল...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল