এ বার ২০২৪ এর আগে একেবারে নতুন মোড়কেই খেলা হবে গান আসতে চলেছে বলেছে ইঙ্গিত দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘ দেখুন আমরা খেলার কথা বলেছিলাম। খেলা তো কখনও একটা ধাপে শেষ হয় না। খেলার দুটো ধাপ থাকে। হয় প্রথমে ব্যাটিং, পরে ফিল্ডিং। নয় আগে ফিল্ডিং, পরে ব্যাটিং। আমাদের নেত্রী প্রথমে ব্যাটিং করে ২১৫ নট আউট। উলটো দিকে ১৮ টা উইকেট ছিল। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে। এর মধ্যে একটা উইকেট পড়ে গিয়েছে। অলরেডি আমাদের শত্রুঘ্ন সিনহা একটা উইকেট নিয়ে নিয়েছেন। আরও ১৭ টা উইকেট আছে। আর বেশ কিছু নড়বড়ে উইকেট আছে। কাঁথি, তমলুক ওই আর কি! এই সব মিলিয়ে ২০২৪ সালে ম্যাক্সিমাম উইকেট নেওয়া আমাদের খেলার মধ্যে পড়বে। সেই উইকেট সব নিয়ে নিতে পারলে আমাদের খেলা শেষ হবে।’’
advertisement
আরও পড়ুন : রাজ্যে সংগঠনকে শক্তিশালী করতে সেই দল ভাঙানো রাজনীতিতেই ভরসা বিজেপির!
আরও পড়ুন : অভিষেককে ইডি'র তলব প্রসঙ্গে তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ মানতে নারাজ পদ্ম শিবির
তাঁর আরও সংযোজন, ‘‘ আমাদের ব্যাটিং ২১৫ নট আউট, আর ম্যাক্সিমাম উইকেট নিয়ে নেওয়া। আর এটাকে উদ্দেশ্য করেই খেলা হবে লেখা। ২০২১ সালে খেলা হবে ছিল একজনকে ফিরিয়ে আনার ডাক। ২০২৪ এর খেলা হবে, একজনকে বিদায় দেওয়ার ডাক। তার পরিবর্তে কী, সেটা বুঝে নেওয়ার ডাক। এই বিকল্প অবশ্যই বাংলা থেকে যাবে। ঠিক একদিন ঘাবড়ে যাবে, যতই কর খিল্লি/একটি পা'য়ে নবান্নে সে, দু'পায়ে যাবে দিল্লি- এগুলো খেলা হবে'র বর্ধিত ভার্সন। ২০২৪ এর আগে আবার একটা নতুন গান আসবে।’’