এ বিষয়ে নিউজ ১৮ বাংলা ডিজিটালের তরফে ফোনে যোগাযোগ করা হয় দাদা বৌদির মালিক রাজীব সাহার সঙ্গে। তিনি জানান, “নতুন আউটলটে মধ্যমগ্রামের দিকে খুলতে চলেছে। আপাতত সেখানে কাজ চলছে। যশোর রোডের উপরে এই আউটলেট খোলা হবে। চলতি বছরের মধ্যেই আউটলেটটি খোলার বিষয়ে ভাবনাচিন্তা করা হয়েছে।”
এই আউটলেট খোলা হলে উঃ ২৪ পরগনা পরগনার বিরিয়ানিপ্রেমীদের জন্য মস্ত বড় সুখবর। কারণ, মধ্যমগ্রাম, বিরাটি, বারাসত, নিউ ব্যারাকপুর, দমদম থেকে সহজেই মধ্যমগ্রাম এসে বিরিয়ানি কিনতে পারবেন। শুধু এটাই নয়, যশোর রোড থেকে এয়ারপোর্টের গেটের দূরত্ব খুব একটা বেশি নয়। ফলে বিরিয়ানি খেয়ে সহজেই এয়ারপোর্ট চত্বরে চলে যেতে পারবেন।
advertisement
সাধারণত মধ্যমগ্রাম চৌমাথা থেকে এয়ারপোর্ট গেটের দূরত্ব ১৫ মিনিট। সিগন্যালের সমস্যা থাকলে সেক্ষেত্রে ৫-১০ মিনিট বাড়তে পারে। ফলে ঘুরপথে এয়ারপোর্টে যাওয়া যাত্রীদেরও জন্য সুখবর বলা যেতে পারে। কারণ, এয়ারপোর্টের কাছেই মধ্যমগ্রামে দাদা-বৌদির আউটলেটে তাঁরা যেতে পারবেন। ব্যক্তিগত গাড়ি না থাকলেও এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম রুটে চলাচলের জন্য অটো, বাসও রয়েছে। ফলে বলাই যেতে পারে যে বিরাট সুবিধা হবে বিমানবন্দরে যাওয়া যাত্রীদের জন্য।
আরও পড়ুন, সামনে শুভেন্দু, বুধের পর বৃহস্পতিতেও এককাট্টা বিজেপি! ‘ঝড়ের’ অপেক্ষায় বিধায়করা
আরও পড়ুন, বেড়ে চলেছে দাপট! ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে আনার জন্য আজ বৈঠক বসবে নবান্নে
তবে অনুমান করা হচ্ছে, বাকি আউটলেটগুলির যা দাম, মধ্যমগ্রামের ক্ষেত্রেও একই দাম সম্ভবত রাখা হতে পারে। যদিও দাদা বৌদির কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কিছু জানাননি। এখন দাদা বৌদির মাটন বিরিয়ানির দাম ৩৩০ টাকা, চিকেন বিরিয়ানির দাম ২৪০ টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানির দাম ৩৮০ টাকা, স্পেশাল মাটন বিরিয়ানির দাম ৫৫০ টাকা।