Suvendu Adhikari: সামনে শুভেন্দু, বুধের পর বৃহস্পতিতেও এককাট্টা বিজেপি! 'ঝড়ের' অপেক্ষায় বিধায়করা

Last Updated:

Suvendu Adhikari: নারী নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব আনাকে কেন্দ্র করে গতকাল বিধানসভা উত্তাল হয়েছিল।

আসরে বিজেপি বিধায়করা
আসরে বিজেপি বিধায়করা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বুধবারের পর আজ, বৃহস্পতিবারও বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা। বুধবার নারী নির্যাতন ইস্যুতে মুলতবি প্রস্তাব আনাকে কেন্দ্র করেই উত্তাল হয় বিধানসভা। আজ, বৃহস্পতিবার আইনশৃঙ্খলা ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনা হবে বিজেপির পক্ষ থেকে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি বারবারই অভিযোগ করে থাকে যে, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। শাসকের আইন চলে। আর রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে এবার এই ইস্যুকে কেন্দ্র করেই শাসকের ওপর চাপ বাড়াতে আজ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরব হবেন বিজেপি বিধায়করা।
নারী নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব আনাকে কেন্দ্র করে গতকাল বিধানসভা উত্তাল হয়েছিল। বিধানসভায় ওয়াক আউটও করে বিজেপি। রাজ্যে নারী নির্যাতন নিয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবিও করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অভিযোগ, ‘বিজেপির দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পড়তে দেননি স্পিকার। প্রতিবাদে হট্টগোল করে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বরে তুমুল বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের বিধায়করা। আর আজ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিধানসভা অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি। যা নিয়ে আজও ফের বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।”
advertisement
advertisement
বিজেপি নেতৃত্বের অভিযোগ,’ সাম্প্রতিক পঞ্চায়েত ভোটের সময়কাল হোক বা তার আগে এবং পরে, রাজ্যজুড়ে একের পর এক খুনের ঘটনা, নারীদের ওপর অত্যাচার, বোমা বিস্ফোরণ সহ একাধিক সমাজ বিরোধী কার্যকলাপ চললেও পুলিশ প্রশাসন নীরব’।
advertisement
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নে ৩৫৫ ধারা লাগুর মত পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে বলে দাবি করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার বিধানসভার অন্দরেও আইন-শৃঙ্খলা ইস্যুতে ঝড় তুলতে প্রস্তুত এ রাজ্যের গেরুয়া শিবিরের বিধায়করা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: সামনে শুভেন্দু, বুধের পর বৃহস্পতিতেও এককাট্টা বিজেপি! 'ঝড়ের' অপেক্ষায় বিধায়করা
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement