Dengue in Kolkata : বেড়ে চলেছে দাপট! ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণে আনার জন্য আজ বৈঠক বসবে নবান্নে
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Dengue in Kolkata : ডেঙ্গি সচেতনতা নিয়ে চলছে একাধিক কর্মসূচি। বিভিন্ন পুরসভা এলাকায় চলছে সাফাই অভিযান। ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন প্রকল্প চলছে রাজ্যজুড়ে। রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসন।
কলকাতা: ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নিয়ে আজ বৈঠক বসবে নবান্নে। মুখ্য সচিবের নেতৃত্বে আজ বৈঠকে বসবে পরামর্শ দাতা কমিটির সদস্যরা। সন্ধ্যা ৬টা থেকে নবান্নে হবে এই বৈঠক। বৈঠকে থাকতে পারেন বিভিন্ন জেলার জেলাশাসকরাও। আজকের বৈঠকের পর ফের নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। বিভিন্ন জেলাগুলিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কত, তার রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের থেকে চেয়েছে নবান্ন। আজকের বৈঠকে রাজ্যের পূর্ত দফতর-সহ একাধিক দফতর থাকবে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতায় উদ্বেগজনক ভাবে ফের বাড়ছে ডেঙ্গি৷ এর আগেই কাউন্সিলরদের কড়া বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম৷ মনে করিয়ে দিয়েছেন, কাজ না করলে মানুষ ক্ষমা করবে না৷ ডেঙ্গি মোকাবিলায় কাউন্সিলরদের আরও তৎপর হতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মেয়র৷
advertisement
advertisement
ডেঙ্গি সচেতনতা নিয়ে চলছে একাধিক কর্মসূচি। বিভিন্ন পুরসভা এলাকায় চলছে সাফাই অভিযান। ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন প্রকল্প চলছে রাজ্যজুড়ে। রাজ্যে ডেঙ্গির প্রকোপ নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে দেওয়া রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত বছর ৬৭ হাজার ২৭১ জন মশা বাহিত এই রোগে আক্রান্ত হয়েছে। চলতি বছর সংখ্যা যাতে এই পরিমাণ না হয় তার জন্য পুরসভাগুলিকে আগে ভাগই সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তবে সেই সতর্কতা কতটা মানা হচ্ছে সেই প্রশ্নই উঠছে এই মুহূর্তে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2023 9:23 AM IST