TRENDING:

DA Protest: 'রাজ্যপালের কথা শুনুন, কিন্তু...' ডিএ আন্দোলনকারীদের শুভেন্দুর বার্তায় তুঙ্গে জল্পনা

Last Updated:

DA Protest: আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেন রাজ্যপাল। আর এর কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ''আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নিন। কিন্তু আন্দোলন জারি রাখুন।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: 'রাজ্যপালের আবেদন মেনে অনশন প্রত্যাহার করা হোক। কিন্তু আন্দোলন জারি রাখুন'। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের এমনই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে শনিবার ট্যুইট করে মহার্ঘ্য ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ যে আন্দোলন করছেন, তাতে উদ্বেগ প্রকাশ করে অনশন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয়।
শুভেন্দুর আবেদন ঘিরে জল্পনা
শুভেন্দুর আবেদন ঘিরে জল্পনা
advertisement

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেন রাজ্যপাল। আর এর কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেন, ''আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করে নিন। কিন্তু আন্দোলন জারি রাখুন। রাজ্য সরকার যতদিন না পর্যন্ত আপনাদের সমস্ত দাবি পূরণ করছে, ততদিন আন্দোলন জারি রাখুন। তবে রাজ্যপালের সম্মান রক্ষার্থে আপনারা অনশন তুলে নিন।''

advertisement

আরও পড়ুন: চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র

সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকে ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি শহিদ মিনারে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ যে আন্দোলন করছেন, সেই মঞ্চেও যেতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার ট্যুইট করে অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেও বকেয়া ডিএ- র দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন জারি রাখার বার্তা দিলেন শুভেন্দু।

advertisement

আরও পড়ুন: সাগরদিঘিতে কেন হারল তৃণমূল? মমতার তৈরি কমিটির রিপোর্টে বিস্ফোরক দাবি! হইচই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শনিবার সন্ধ্যাবেলায় ট্যুইট করে রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনশনরত আন্দোলনকারীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।পাশাপাশি সব পক্ষকে আলোচনায় বসার অনুরোধও জানান রাজ্যপাল। রাজ্যপাল ট্যুইটে লেখেন, "রাজ্যপাল গভীরভাবে উদ্বিগ্ন কর্মচারীদের অনশন আন্দোলন নিয়ে, যা চতুর্থ সপ্তাহে পড়েছে৷ এই সমস্যার সমাধান জটিল, কিন্তু সব সময় সমাধান সূত্র থাকে। আমাদের ভাইদের জীবন গুরুত্বপূর্ণ। রাজ্যপাল অনুরোধ করছেন, যাঁরা অনশন করছেন তাঁরা এই আন্দোলন শেষ করুন এবং অনুরোধ করছেন সব পক্ষকে আলোচনায় বসে একটি সঠিক সমাধান সূত্র বের করতে।" এবার রাজ্যপালের সেই আবেদনের প্রেক্ষিতে ট্যুইটও করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA Protest: 'রাজ্যপালের কথা শুনুন, কিন্তু...' ডিএ আন্দোলনকারীদের শুভেন্দুর বার্তায় তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল