TRENDING:

পঞ্চায়েত ভোটের আগে ১২ লক্ষেরও বেশি পড়ুয়াকে সাইকেল, নির্দেশ নবান্নের

Last Updated:

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই প্রশাসনিক দিক থেকে কোথাও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল সরকার। জেলায় জেলায় সাইকেল পৌঁছে দেওয়া নিয়ে তাই প্রশাসনিক স্তরে তৎপরতা চরমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সবুজ সাথীর সাইকেল পেতে চলেছে আরও ১২ লক্ষেরও বেশি পড়ুয়া। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগেই এই প্রক্রিয়া সুসম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
advertisement

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই প্রশাসনিক দিক থেকে কোথাও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল সরকার। জেলায় জেলায় সাইকেল পৌঁছে দেওয়া নিয়ে তাই প্রশাসনিক স্তরে তৎপরতা চরমে। ইতিমধ্যেই সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতর। আগামী ৫-৭ দিনের মধ্যেই সেই শুরু হচ্ছে প্রক্রিয়া।

advertisement

আরও পড়ুন: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতা সাকেত গোখলে, প্রতিহিংসার অভিযোগ ডেরেকের

এই নিয়ে অষ্টম পর্যায়ে সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য। সাধারণত, নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়। সূত্রের খবর, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই অষ্টম পর্যায়ে সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল বিলি প্রক্রিয়া শুরু হবে।

advertisement

জানা গিয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ১২ লক্ষ ২৭ হাজার ৪৮৭ জন ছাত্রছাত্রী সাইকেল নেওয়ার জন্য সবুজ সাথী পোর্টালের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত। আগামী তিন মাসের মধ্যে সেই পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন :  রাজস্থানের পুষ্করের মন্দিরে আজ দুপুরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৬১৫টি জায়গা থেকে সাইকেল দেওয়া হবে রাজ্যের ৮৭৬৩ টি স্কুলকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে সাইকেল বিলির প্রক্রিয়া শেষ করা যায়, তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। প্রত্যেকটি জেলায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই যাতে ৪ হাজার করে সাইকেল পাঠানো যায়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জেলাশাসকদের জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পাশাপাশি, যে জায়গাগুলি থেকে সাইকেল দেওয়া হবে, সেখানে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়, তার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছে অনগ্রসর কল্যাণ দফতর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে একটি প্রশাসনিক সভা থেকে রাজ্যে সাইকেল হাব তৈরির ঘোষণা করেন। ইতিমধ্যে সাইকেল হাব তৈরি করার জন্য কয়েকটি সংস্থা ও আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি ও স্বাক্ষর হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটের আগে ১২ লক্ষেরও বেশি পড়ুয়াকে সাইকেল, নির্দেশ নবান্নের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল