TRENDING:

কেনার আগে সাবধান! ওজন বাড়ানোর জন্য পাওয়ার ব্যাঙ্কে ভরা হচ্ছে মাটি!

Last Updated:

Fraud: অভিযোগ, এক ব্যক্তি এই পাওয়ার ব্যাঙ্ক কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন,তাতে চার্জ থাকছে না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ট্রেনে,বাসে বৈদ্যুতিন জিনিস বিক্রি হয়।এই মুহূর্তে মোবাইল অ্যাক্সেসরিজ জিনিসপত্র বেশি বিক্রি হয় বিভিন্ন জায়গায়। লোকাল ট্রেন,দূরপাল্লার ট্রেন কিম্বা দূর পাল্লা বাস স্ট্যান্ডে মোবাইল ফোনের আনুষঙ্গিক জিনিসপত্র প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখা যায়।বিশেষ করে মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক, ব্লুটুথ হেডফোন ,সাধারণ হেডফোন পেনড্রাইভ ইত্যাদি।
দৃশ্য দেখে তাঁর চক্ষু চড়ক গাছ
দৃশ্য দেখে তাঁর চক্ষু চড়ক গাছ
advertisement

ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখা গেল মোবাইলের আনুষঙ্গিক জিনিসপত্র  বিক্রি করছে বেশ কয়েকজন হকার। অভিযোগ, এক ব্যক্তি এই পাওয়ার ব্যাঙ্ক কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন,তাতে চার্জ থাকছে না। তিনি নিকটবর্তী মোবাইল মিস্ত্রির কাছে পাওয়ার ব্যাংকটি নিয়ে যান। সেখানে গিয়ে পাওয়ার ব্যাঙ্কটি খুলে দেখেন ভিতরে  মোবাইলের একটি খারাপ লিথিয়াম ব্যাটারি রয়েছে।আর বাদবাকিটা মাটি দিয়ে ওজন বাড়ানো হয়েছে।এই দৃশ্য দেখে তাঁর চক্ষু চড়ক গাছ।

advertisement

আরও পড়ুন :  এপ্রিলে আসছে চান্দ্রেয়ীর 'বরফি', মুক্তি পেল টিজার ও পোস্টার

আজ ধর্মতলা একটি হকারের থেকে পাওয়ার ব্যাংক নিয়ে খুলে দেখা গেল সত্যি ভেতরে মাটি রয়েছে।সেই হকার স্বীকার করলেন,এত কম টাকায় এই পাওয়ার ব্যাঙ্ক কি পাওয়া যায়?অনেক মানুষ রয়েছেন,তাঁরা সস্তায় জিনিস খোঁজেন। তার জন্য তারা হুবহু নকল মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক থেকে আরম্ভ করে হেডফোন বিক্রি নেন তাঁরা।

advertisement

আরও পড়ুন :  কেন বাড়ির বাইরে উঠোনে থাকে তুলসিমঞ্চ, সহজ উপায়ে তুলসিগাছ চিরসবুজ ও তরতাজা রাখুন বছরভর

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

ভুক্তোভোগীদের দাবি, পুলিশ দিয়ে এদের গ্রেফতার করিয়ে দেওয়া উচিত।বাসস্ট্যান্ডের কর্তব্যরত এক পুলিশকর্মী জানালেন,"যতদিন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা নিজেদের পছন্দ এবং চাওয়া নিয়ে সচেতন না হবে,ততদিন পর্যন্ত পুলিশ কেন, কেউ কিছু করতে পারবে না।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেনার আগে সাবধান! ওজন বাড়ানোর জন্য পাওয়ার ব্যাঙ্কে ভরা হচ্ছে মাটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল