Basil Plant: কেন বাড়ির বাইরে উঠোনে থাকে তুলসিমঞ্চ, সহজ উপায়ে তুলসিগাছ চিরসবুজ ও তরতাজা রাখুন বছরভর

Last Updated:
Basil Plant: বাঙালি তথা ভারতীয় বাড়িতে তুলসিগাছ ও এর পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ
1/9
পুজো পার্বণ থেকে শুরু করে ওষধি গুণ। বাঙালি তথা ভারতীয় বাড়িতে তুলসিগাছ ও এর পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুজো পার্বণ থেকে শুরু করে ওষধি গুণ। বাঙালি তথা ভারতীয় বাড়িতে তুলসিগাছ ও এর পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/9
আগে বাড়ির উঠোনে তুলসি গাছ-সহ তুলসি মঞ্চ বা তুলসিতলা ছিল অবশ্যম্ভাবী। এখন সে দৃশ্য বিরল। তাই ভরসা টবের গাছই।
আগে বাড়ির উঠোনে তুলসি গাছ-সহ তুলসি মঞ্চ বা তুলসিতলা ছিল অবশ্যম্ভাবী। এখন সে দৃশ্য বিরল। তাই ভরসা টবের গাছই।
advertisement
3/9
তুলসি গাছ প্রয়োজনীয় হলেও মাঝে মাঝেই এই গাছ শুকিয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করলে তুলসি গাছ ভাল থাকবে।
তুলসি গাছ প্রয়োজনীয় হলেও মাঝে মাঝেই এই গাছ শুকিয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করলে তুলসি গাছ ভাল থাকবে।
advertisement
4/9
তুলসি গাছ যত্নে রাখার জন্য প্রচুর সূর্যালোক দরকার। উষ্ণ পরিবেশে এই গাছ ভাল থাকে। সেই কারণেই তুলসিমঞ্চ রাখা হয় বাড়ির বাইরে উঠোনে।
তুলসি গাছ যত্নে রাখার জন্য প্রচুর সূর্যালোক দরকার। উষ্ণ পরিবেশে এই গাছ ভাল থাকে। সেই কারণেই তুলসিমঞ্চ রাখা হয় বাড়ির বাইরে উঠোনে।
advertisement
5/9
কুয়াশা বা শীত তুলসিগাছের জন্য ক্ষতিকর। তাই টবে থাকলে শীতকালে মাঝে মাঝে ঘরের ভিতরে রাখতে পারেন এই গাছ। তাতে ঠান্ডার হাত থেকে ভাল থাকবে।
কুয়াশা বা শীত তুলসিগাছের জন্য ক্ষতিকর। তাই টবে থাকলে শীতকালে মাঝে মাঝে ঘরের ভিতরে রাখতে পারেন এই গাছ। তাতে ঠান্ডার হাত থেকে ভাল থাকবে।
advertisement
6/9
তুলসি গাছের মাটিতে জল দাঁড়ালে হবে না। এমনভাবে মাটি প্রস্তুত করতে হবে যাতে গাছের গোড়ায় দল দেওয়ার পর মাটি কর্দমাক্ত হয়ে না পড়ে।
তুলসি গাছের মাটিতে জল দাঁড়ালে হবে না। এমনভাবে মাটি প্রস্তুত করতে হবে যাতে গাছের গোড়ায় দল দেওয়ার পর মাটি কর্দমাক্ত হয়ে না পড়ে।
advertisement
7/9
তুলসি গাছের গোড়ায় জল জমে থাকলে ছত্রাক সংক্রমণ হতে পারে।
তুলসি গাছের গোড়ায় জল জমে থাকলে ছত্রাক সংক্রমণ হতে পারে।
advertisement
8/9
বীজ ছড়িয়ে পড়ার ফলে জন্ম হয় তুলসিগাছের। তুলসিগাছে বীজ মঞ্জরীর আকারে এলে সেগুলি পরিপূর্ণ হতে দিন। তার পর সেই মঞ্জরীর অংশ তুলে ফেলুন। এতে গাছের পাতা ঘন হবে।
বীজ ছড়িয়ে পড়ার ফলে জন্ম হয় তুলসিগাছের। তুলসিগাছে বীজ মঞ্জরীর আকারে এলে সেগুলি পরিপূর্ণ হতে দিন। তার পর সেই মঞ্জরীর অংশ তুলে ফেলুন। এতে গাছের পাতা ঘন হবে।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement