নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে টাকা। পথশ্রী প্রকল্পে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে নবান্ন। জেলায় জেলায় প্রকল্পগুলির অগ্রগতি কতদূর তা নিয়ে রিপোর্ট নেবেন মুখ্য সচিব।
আরও পড়ুন: নয়ডায় নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, চাঞ্চল্যকর ঘটনা
advertisement
বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা কতদূর হল তা নিয়েও রিপোর্ট নেবেন কালকের বৈঠকে মুখ্য সচিব। কাল সকাল ১১ টা থেকে দফায় দফায় বৈঠক করবেন নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থ বলেই নবান্ন সূত্রে খবর।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পে প্রাপকদের তালিকা নিয়ে ওঠে একাধিক অভিযোগ। সে সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন । তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে।
