TRENDING:

School Open: পাঠশালা আবার খুলবে, জোরকদমে স্কুলড্রেস কেনার হিড়িক

Last Updated:

কেমন স্কুল খোলার আগের দিনের ছবি? বাজারে হিড়িক৷ গড়িয়াহাটে স্কুল ড্রেস কেনার ভিড়৷ আগাম প্রস্তুতি৷ দীর্ঘ অবসরের পর ময়দানে নামবে সেনানীরা৷ ভিড় তো হবেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুদিন কাছে এসো, ভালবাসি একসাথে এ সব কিছুই...
গড়িয়াহাট বাজারে স্কুল ড্রেস কেনার ভিড়
গড়িয়াহাট বাজারে স্কুল ড্রেস কেনার ভিড়
advertisement

সুদিন ফিরছে আবার৷ আন্তর্জালিক ব্যবস্থা পার করে আবারও স্কুলমুখো হচ্ছে পড়ুয়ারা৷ আবারও ফিরছে সেই দু বছর আগের দিনে৷ হ্যাঁ৷ পাঠশালা খুলছে (School Opening)৷ পাঠশালা আবার খুলছে (School Opening)৷ পন্ডিতমশাইরা অপেক্ষা করেছিলেন যেদিনটার, সেই দিন এল অবশেষে৷ আবার শুরু হবে তাড়াহুড়ো৷ মুখে ব্রাশ নিয়ে দৌড়বে বাচ্চাগুলো৷ পিছনে পিছনে মায়েরা৷ তারে জমিন পর-এর জমে রহো গানের দৃশ্যের মতোই হয়ে উঠবে প্রত্যেকটা বাড়িঘর৷ আগে টিফিনের অমলেট নাকি আগে ফ্যানভাত, ডিম আলু-সেদ্ধ? সেটাই এখন  মায়েদের চিন্তার৷

advertisement

আরও পড়ুন:তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছেন, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের ক্লাস আগামী ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ৪ তারিখ থেকে যাতে সব স্কুলেই সরস্বতী পুজোর আয়োজন করতে পারে পড়ুয়ারা, সেকথা মাথায় রেখেই ৩ তারিখ থেকে স্কুল আংশিকভাবে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কারণ, ৪, ৫ এবং ৬ তারিখে সরস্বতী পুজো উপলক্ষে সব স্কুলই বন্ধ থাকবে৷ প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো রয়েছে৷

advertisement

আরও পড়ুন:'কালারফুল ছেলে'তে মজল নেতাজি ইন্ডোর, দলের মিটিংয়ে আলো কেড়ে নিলেন মদন মিত্র!

কেমন স্কুল খোলার আগের দিনের ছবি? বাজারে হিড়িক৷ গড়িয়াহাটে স্কুল ড্রেস কেনার ভিড়৷ আগাম প্রস্তুতি৷ দীর্ঘ অবসরের পর ময়দানে নামবে সেনানীরা৷ ভিড় তো হবেই৷ নীল সাদা স্কার্ট, কিংবা নেভি ব্লু প্যান্ট অথবা সাদা কেডস৷ কিছু না কিছু প্রয়োজন কারও না কারও রয়েইছে৷

advertisement

স্কুল খুলছে সরস্বতী পুজো এবারর আগেই৷ গন্ডীবদ্ধ বিদ্যালয় জীবনে এই একটাই তো বসন্ত৷ অকাল বসন্ত নয়৷ রীতিমতো বসন্তের সময়েই বসন্ত৷ তাই কচিকাঁচাদের মনে আনন্দও আলাদা৷ সেই আনন্দকে খানিকটা উসকে দিয়েছে শীত কমে যাওয়ার ব্যাপারটাও৷ বাসন্তী শাড়ি বা হলুদ পাঞ্জাবী পরে এ স্কুল ওস্কুল, কিংবা চিঠি বিলি, সবই তো হবে প্রাণ ভরে৷ সারা গায়ে রং মেখে আলপনা দেওয়া- এসবও আছে!

advertisement

গড়িয়াহাটের ভিড়ই বলে দিচ্ছে, উৎসাহ কোথাও কম নয়৷ এ কদিন বাচ্চাদের সামলাতে খানিকটা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলেন মায়েরা৷ বইয়ের সামনে মুখ গোঁজাতে  হিমশিম খাচ্ছিলেন৷ এবার সেদিক থেকে মায়েদেরও স্বস্তি!

হাসি বিক্রেতাদের মুখেও৷ এতদিন পর লক্ষ্মীর দেখা! সরস্বতী পুজোর আগে! তা কী আর মুখের কথা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্কুলে লাগাতার ভিড় নেই, হল্লাহাটি নেই, প্রেয়ার লাইন নেই, হোম ওয়ার্ক নেই, এমনকী ক্লাস বাঙ্ক- সেটাও নেই৷ এবার থাকবে (School Opening)৷ মেলা বসবে লাল নীল সবুজের৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
School Open: পাঠশালা আবার খুলবে, জোরকদমে স্কুলড্রেস কেনার হিড়িক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল