নিউজ এইট্টিন বাংলাকে সুচেতন জানিয়েছেন, বিষয়টা মোটেই সহজ ছিল না। অনেকদিন ধরে মন শক্ত করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যারা আসতে পারছেন না তাদেরকেও শক্ত হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ঢাকে পড়ল কাঠি, রথের দিন দুর্গাপুজোর সূচনা হল কাশিমবাজার ছোট রাজবাড়িতে, দেখুন
advertisement
ফেসবুকের একটি পোস্টে উল্লেখ রয়েছে, ‘শারীরিক লিঙ্গ পরিচয় যাইহোক না কেন, ছোটবেলা থেকেই নিজেকে ছেলে মনে করা সুচেতন পেয়েছে পারিবারিক প্রেরণা। তাঁর বাবাই তাকে ছোটবেলায় গালে সাবান লাগিয়ে দাড়ি-গোঁফ কামিয়ে দিতেন। তাই নিজের প্রবণতায় তার বেড়ে ওঠা হয়ে উঠেছে স্বচ্ছন্দেই। শরীরে, মনে, সামাজিক প্রকাশনায় ট্রান্সম্যান রূপেই পরিচিত হয়েছে সুচেতন।’
সুচেতনা নিজেও দাবি করেছেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফলে আমি এটা নিয়ে লড়ে যাব। সেই সাহসটা আমার আছে। কে কী বললেন, তাতে আমার কিছু যায়-আসে না।” সুচেতনের দাবি, ঘনিষ্ঠ মহলে আগেই জানিয়েছেন এই বিষয়টা। এ বারে বৃহত্তর পরিধির কাছে নতুন পরিচয় সামনে আনলেন। তবে এই পদক্ষেপ করার জন্য কখনই কোনওভাবে তিনি বাবার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের কাছে আমার অনুরোধ আমাদের আলাদা করবেন না। আমরাও সমাজের মূল স্রোতের মানুষ।”
UJJAL ROY