হাওড়ার স্পর্শকাতর এলাকায় মিছিল হওয়ায় সেখানে খুব ভেবেচিন্তে স্লোগান বাছার পরামর্শ দেওয়া হয়েছে। চওড়া বস্তি, মল্লিক ফটক, ফাজির বস্তি এলাকায় কোনো ইঙ্গিত পুরনো মন্তব্য করা যাবে না। আজ বিকেল চারটে থেকে এক ঘন্টা মিছিলের অনুমতি। পরে সভা।
আরও পড়ুন: ৩ দশক পর জলপাইগুড়িতে কার দেখা মিলল! শুনলে চমকে যাবেন, ঝোপের মধ্যে মিলল খোঁজ
advertisement
আবেদনকারী সিপিআইএম-এর বক্তব্য, হাওড়া কাজী পাড়া থেকে মিছিল হাওড়া ময়দান পর্যন্ত। ১৮ মে আবেদন করা হয় সভার জন্য। আবেদন বাতিল করা হয়। বাতিল করা হয় গোয়েন্দা দফতরের রিপোর্ট দেখিয়ে।
আরও পড়ুন: অভিষেক-পত্নীকে দুবাই যেতে ‘বাধা’! ছেলে-মেয়ে-সহ রুজিরাকে আটকে দেওয়া হল বিমানবন্দরেই
রাজ্য জানায়, বেশ কিছু স্পর্শকাতর এলাকার মধ্যে দিয়ে মিছিল যাওয়ার কথা। আমরা ওই এলাকা গুলির বাইরে মিছিল করার আবেদন করছি। কারণ মিছিল থেকে কোনো ইন্ধন না থাকলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল হলে, তখন কী হবে?