TRENDING:

21 July BJP Suvendu Adhikari Meeting: আদালতে জয় বিজেপির! ২১ জুলাই শহিদ দিবসের দিনই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি!

Last Updated:

21 July Rally: আদালত জানিয়েছে, বিজেপির বাউড়িয়া মনসাতলা অফিস মাঠে হবে সভা। আজ, অর্থাৎ বুধবার সন্ধে ৬ টার মধ্যে পুলিশের কাছে সভার আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একই দিনে সভা করতে চলেছে তৃণমূল ও বিজেপি! কড়া শর্তে শহিদ দিবসের দিনই সভা করার ছাড়পত্র পেল বঙ্গ বিজেপি। গতকালই আদালতে ২১ জুলাইয়ের সভা প্রসঙ্গে নানা প্রশ্নে অস্বস্তিতে পড়েছিল বিজেপি। সভাস্থল বদল করে শুভেন্দু অধিকারীর ২১ জুলাইয়ের জমায়েতের অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। রাত ৮ টায় শুরু হবে বিজেপির ২১ জুলাইয়ের সভা। তবে রাত ১০ টার বেশি সময় পার করে সভা চালানো যাবে না।
Suvendu Adhikari
Suvendu Adhikari
advertisement

আরও পড়ুন- কেন্দ্র সরকারের চাকরিতে ১০ লক্ষ শূন্যপদ! ১৮ মাসে ব্যাপক নিয়োগের আশ্বাস মোদির!

আদালত জানিয়েছে, বিজেপির বাউড়িয়া মনসাতলা অফিস মাঠে হবে সভা। আজ, অর্থাৎ বুধবার সন্ধে ৬ টার মধ্যে পুলিশের কাছে সভার আবেদন করতে হবে। নতুন সভাস্থলে ২০০০ মানুষের জমায়েত সম্ভব কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। অন্যদিকে, ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত না করেই সভা করতে হবে। স্থানীয় SDO শব্দদূষণের বিষয়টি জরিপ করবেন। ২০ টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য।

advertisement

আদালত জানিয়েছে সন্ধা সাড়ে ৬ টার পর থেকে বিজেপি সমর্থকরা মাঠে যেতে পারবেন। গত কয়েকমাস ধরে স্পর্শকাতর জায়গা হয়ে রয়েছে উলুবেড়িয়া। তাই উলুবেড়িয়া সভাস্থলের বদলে কড়া শর্তে অন্য স্থানে ২১ জুলাই শুভেন্দু অধিকারীর সভা আয়োজনের অনুমতি পেয়েছে বিজেপি। আদালত কড়া বার্তা দিয়ে জানিয়েছে, উস্কানিমূলক কোনও বক্তব্য বা ধর্মীয় উস্কানিমূলক কোনও বক্তব্য রাখা যাবেনা। উস্কানিমূলক কোনও অডিও বা ভিডিও ক্লিপিংসও দেখানো যাবে না।

advertisement

আরও পড়ুন- "কেন ২১ জুলাইতেই সভা করতে হবে, কী আছে ওই দিন?" আদালতের প্রশ্নে অস্বস্তিতে বিজেপি

“কেন ২১ জুলাই সভা করতে হবে? ওই দিনের কি কোনও বিশেষত্ব বা গুরুত্ব আছে? ২২ বা ২৩ জুলাই করলে কী অসুবিধা হবে?” মঙ্গলবার বিজেপির আইনজীবীর উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

উত্তরে বিজেপির আইনজীবী জানান, অনেক আগে থেকেই এই কর্মসূচি ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে ওইদিন। “প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যেদিন ইচ্ছা প্রচার করা যেতে পারে। সপ্তাহের যেদিন ইচ্ছা করতে পারেন। এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হত তাহলে বিষয়টা অন্যরকম হত,” বিজেপির আইনজীবীকে বলেন বিচারপতি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
21 July BJP Suvendu Adhikari Meeting: আদালতে জয় বিজেপির! ২১ জুলাই শহিদ দিবসের দিনই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল