বুধবার বিকেলে এমনই শিউরে ওঠার মতো দৃশ্যের সাক্ষী থাকল নিউ টাউনের ইকো পার্ক থানার অন্তর্গত ঘূণি এলাকা৷ অগ্নিদগ্ধ দু' জন স্থানীয় বাসিন্দা এক দম্পতি৷ স্থানীয়রাই আগুন নিভিয়ে দু' জনকে আরজি কর হাসপাতালে নিয়ে যান৷ আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ওই দম্পতির চিকিৎসা চলছে৷
আরও পড়ুন: মর্মান্তিক ! মদ্যপ পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল খাবার ডেলিভারি সংস্থার কর্মীর
advertisement
জানা গিয়েছে, অগ্নিদগ্ধ দম্পতির নাম শাকিলা সুলতানা এবং তাঁর স্বামী গোলাম মোর্তাজা৷ ঘূণি এলাকার একটি বহুতলের তিন তলায় গত চার বছর ধরে ভাড়া থাকতেন তাঁরা৷ স্থানীয়রা জানিয়েছেন, এ দিন বিকেলে বাড়িতে রান্না করছিলেন শাকিলা৷ তখনই কোনওভাবে তাঁর গায়ে আগুন ধরে যায়৷
আরও পড়ুন: স্ত্রীর উপরে প্রতিশোধ, আদালতের নির্দেশে ছেলেকে পেয়েই এই কাণ্ড ঘটালো বাবা
স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামীর শরীরেও আগুন ছড়িয়ে পড়ে৷ প্রাণে বাঁচতে দু' জনেই রাস্তায় বেরিয়ে আসেন৷ ঘটনার আকস্মিকতায় প্রথমে স্থানীয় বাসিন্দারাও কী করবেন বুঝে উঠতে পারছিলেন না৷ পরে তাঁরাই আগুন নিভিয়ে দম্পতিকে হাসপাতালে নিয়ে যান৷ খবর দেওয়া হয় পুলিশে৷
হাসপাতাল সূত্রে খবর, ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে৷
Anup Chakraborty
