TRENDING:

West Bengal Coronavirus Update: পরীক্ষা কমতেই কমল আক্রান্ত, দু'হাজারের নীচে দৈনিক সংক্রমণ

Last Updated:

West Bengal Coronavirus Update: ২০০০ এর নীচে নামল করোনা আক্রান্তের সংখ্যা৷ কমল করোনা সংক্রমণের হারও৷ রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩৪,৮১৭ জনের৷ আক্রান্ত হয়েছেন ১,৯১০ জন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা অনেকটাই কম হওয়ায় দীর্ঘকাল  বাদে ২০০০ এর নীচে নামল করোনা আক্রান্তের সংখ্যা (West Bengal Coronavirus Update)৷ কমল করোনা সংক্রমণের হারও৷ রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩৪,৮১৭ জনের৷ আক্রান্ত হয়েছেন ১,৯১০ জন ৷  রাজ্যে সোমবারের পজিটিভিটি রেট ৫.৪৯ শতাংশ৷ তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের মৃত্যু৷ সোমবার মৃত্যু হয়েছে  ৩৬ জনের৷ এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু পৌঁছল ২০,৬১৯-এ (West Bengal Coronavirus Update)৷
২০০০-এর নীচে দৈনিক সংক্রমণ
২০০০-এর নীচে দৈনিক সংক্রমণ
advertisement

দৈনিক সংক্রমণে শীর্ষে   রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ২৩৩ জন। জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। যা রীতিমতো উদ্বেগের৷ এরপরেই রয়েছে কলকাতা৷ একদিনে আক্রান্ত হয়েছেন ১৭৯  জন (West Bengal Coronavirus Update)। মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত ২৷ আক্রান্তের নিরিখে বাকি জেলাগুলির মধ্যে চিন্তা বাড়াচ্ছে নদিয়া, দার্জিলিংয়ের মতো জেলাগুলি৷  তবে মৃত্যু ও মৃত্যুশূন্য জেলার সংখ্যা প্রায় সমান৷

advertisement

আরও পড়ুন: করোনা বিধিনিষেধে একাধিক বড় বদল, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সংক্রমণ কমতেই বিধিনিষেধ সামান্য শিথিল করল রাজ্য সরকার৷ কলকাতা-সহ রাজ্যের সর্বত্র নাইট কার্ফু ( Night Curfew) চলবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। এতদিন রাত ১০টা থেকে করোনা কার্ফু শুরু হচ্ছিল।

আরও পড়ুন: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার

advertisement

আগামী ৩ তারিখ থেকে স্কুল-কলেজ খুলছে। পাশাপাশি আরও কিছু কোভিড বিধিনিষেধে (Covid 19) ছাড় দেওয়া হচ্ছে। পাব-রেস্তোরাঁ-বারের ক্ষেত্রে ৭৫ শতাংশ ক্রেতা নিয়ে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। খুলে দেওয়া হচ্ছে পার্কও। বিভিন্ন সিনেমা হলে দর্শক সংখ্যাও কিছুটা বাড়তে চলেছে। সরকারি ও বেসরকারি অফিস চলবে ৭৫ শতাংশ কর্মী নিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে ভারতের (India) দিকে তাকালে এই মুহূর্তে দেশজুড়ে করোনাভাইরাসের গ্রাফ বেশ খানিকটা নিম্নমুখী৷  গত ২৪ ঘণ্টায় দেশে মোট  আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন (India Coronavirus Update)। দেশে মোট করোনা সক্রিয়ের (Active Case) সংখ্যা বেড়ে হল ১৮,৩১,২৬৮ জন (India Coronavirus Update)। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশে করোনায় সুস্থতার হার ৯৪.৩৭ শতাংশ (Recovery Rate)। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের মৃত্যু (Death) হয়েছে ৯৫৯ জন, যা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Coronavirus Update: পরীক্ষা কমতেই কমল আক্রান্ত, দু'হাজারের নীচে দৈনিক সংক্রমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল