দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ২৩৩ জন। জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। যা রীতিমতো উদ্বেগের৷ এরপরেই রয়েছে কলকাতা৷ একদিনে আক্রান্ত হয়েছেন ১৭৯ জন (West Bengal Coronavirus Update)। মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় মৃত ২৷ আক্রান্তের নিরিখে বাকি জেলাগুলির মধ্যে চিন্তা বাড়াচ্ছে নদিয়া, দার্জিলিংয়ের মতো জেলাগুলি৷ তবে মৃত্যু ও মৃত্যুশূন্য জেলার সংখ্যা প্রায় সমান৷
advertisement
আরও পড়ুন: করোনা বিধিনিষেধে একাধিক বড় বদল, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
সংক্রমণ কমতেই বিধিনিষেধ সামান্য শিথিল করল রাজ্য সরকার৷ কলকাতা-সহ রাজ্যের সর্বত্র নাইট কার্ফু ( Night Curfew) চলবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। এতদিন রাত ১০টা থেকে করোনা কার্ফু শুরু হচ্ছিল।
আরও পড়ুন: অষ্টম শ্রেণি থেকে ফের খুলছে স্কুল, নবান্নে বড় ঘোষণা মমতার
আগামী ৩ তারিখ থেকে স্কুল-কলেজ খুলছে। পাশাপাশি আরও কিছু কোভিড বিধিনিষেধে (Covid 19) ছাড় দেওয়া হচ্ছে। পাব-রেস্তোরাঁ-বারের ক্ষেত্রে ৭৫ শতাংশ ক্রেতা নিয়ে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। খুলে দেওয়া হচ্ছে পার্কও। বিভিন্ন সিনেমা হলে দর্শক সংখ্যাও কিছুটা বাড়তে চলেছে। সরকারি ও বেসরকারি অফিস চলবে ৭৫ শতাংশ কর্মী নিয়ে।
অন্যদিকে ভারতের (India) দিকে তাকালে এই মুহূর্তে দেশজুড়ে করোনাভাইরাসের গ্রাফ বেশ খানিকটা নিম্নমুখী৷ গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন (India Coronavirus Update)। দেশে মোট করোনা সক্রিয়ের (Active Case) সংখ্যা বেড়ে হল ১৮,৩১,২৬৮ জন (India Coronavirus Update)। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, দেশে করোনায় সুস্থতার হার ৯৪.৩৭ শতাংশ (Recovery Rate)। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের মৃত্যু (Death) হয়েছে ৯৫৯ জন, যা যথেষ্ট চিন্তা বাড়িয়েছে।
