আগামীকাল, জাতীয় নির্বাচন কমিশনের দফতরে যাবেন মুখ্য সচিব যাবেন। আগামীকাল সকালে দিল্লির উদ্দেশ্য রওনা দেবেন মুখ্যসচিব। রাজ্য কেন অভ্যন্তরীণ তদন্ত করছে? তার গোটা ব্যাখ্যাই তিনি আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানাবেন বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: কমিশনের নির্দেশ মানল না রাজ্য, দুই আধিকারিককে নিয়ে কী পদক্ষেপ?পাল্টা চিঠি দিলেন মুখ্যসচিব
advertisement
রাজ্যের সিনিয়র অফিসারদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করলেন মুখ্য সচিব। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হল। তার উত্তরে ইতিমধ্যেই মুখ্য সচিব কমিশনকে জানিয়েছে রাজ্য তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। স্বরাষ্ট্র দফতরের এক সিনিয়র অফিসারের নেতৃত্বে এই তদন্ত কমিটি। তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ কমিটির সদস্যদের মুখ্য সচিবের।
ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে ইতিমধ্যেই এই চার সরকারি আধিকারিককে সাসপেন্ড ও এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মর্মে চিঠিও দিয়েছিল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে কমিটি ডাকবে দুই ERO ও AERO কে। তদন্ত কমিটির তদন্ত করবে ডাটা এন্ট্রি অপারেটরের ভূমিকা নিয়েও। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন নিয়ে জানানো হচ্ছে নির্বাচন কমিশনকে বলেও নবান্ন সূত্রে খবর।