Election Commission: কমিশনের নির্দেশ মানল না রাজ্য, দুই আধিকারিককে নিয়ে কী পদক্ষেপ?পাল্টা চিঠি দিলেন মুখ্যসচিব

Last Updated:

Election Commission: নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে দুই আধিকারিককে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য

কমিশনের নির্দেশ মানল না রাজ্য, দুই আধিকারিককে নিয়ে কী পদক্ষেপ? পাল্টা চিঠি দিলেন মুখ্যসচিব
কমিশনের নির্দেশ মানল না রাজ্য, দুই আধিকারিককে নিয়ে কী পদক্ষেপ? পাল্টা চিঠি দিলেন মুখ্যসচিব
কলকাতা: চার আধিকারিক সাসপেন্ড আপাতত নয়। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে দুই আধিকারিককে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনের চিঠির প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অ‍্যাডিশানাল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (Additional electoral registration officer), এবং বারুইপুর পূর্ব ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত সব দায়িত্ব থেকে তুলে নেওয়া হল।
জাতীয় নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ৫ ই আগস্ট ও ৮ ই আগস্ট এর চিঠির ভিত্তিতে। আপনারা অবশ্যই অবগত আছেন যে ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়াল এবং যারা ফিল্ড অফিসার তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে সরকারের বিভিন্ন কাজের ওপর। তার সঙ্গে ভোটার রোল সংশোধন নিয়ম তাদের কাজ থাকে।
advertisement
আরও পড়ুন: দেখতে ‘ক্রেট’-এর মতো! ঘরের দেওয়ালের ফাটলে, বইয়ের তাকে লুকিয়ে থাকে…এই সাপকে পৃথিবীর সবচেয়ে ‘অভাগা’ সাপ কেন বলে জানেন?
জানা গিয়েছে, রাজ্য সরকারের পুরো তদন্তের পরই পুরোপুরি অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল না রাজ্য। আপাতত রাজ্য সরকার তদন্ত করবে তারপরেই তদন্ত রিপোর্ট উঠে আসার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: কমিশনের নির্দেশ মানল না রাজ্য, দুই আধিকারিককে নিয়ে কী পদক্ষেপ?পাল্টা চিঠি দিলেন মুখ্যসচিব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement