Asim Munir: ‘ভারত ঝাঁ চকচকে মার্সিডিজ, পাকিস্তান নুড়ি বোঝাই ট্রাক’! পরমাণু হুমকি দিয়েই এ কী বলে বসলেন খোদ আসিম মুনির, নেটদুনিয়ায় হাসির রোল

Last Updated:
Asim Munir: বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে ‘পাথর বোঝাই ট্রাক’ এবং ভারতকে ‘চকচকে মার্সিডিজ’-এর সঙ্গে তুলনা করেছেন আসিম মুনির
1/7
অপারেশন সিঁদুরের পর দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন আসিম মুনির। পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা থেকেই ভারতের উদ্দ‍্যেশ‍্যে পরমাণু হামলার দিয়েছেন হুঁশিয়ারি বার্তা। তবে নিজের পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করতে গিয়ে এমন এক তুলনা করে বসলেন মুনির, যার জেরে নেটদুনিয়ায় নিজেই হাসির খোরাক হয়ে গিয়েছেন তিনি।
অপারেশন সিঁদুরের পর দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন আসিম মুনির। পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা থেকেই ভারতের উদ্দ‍্যেশ‍্যে পরমাণু হামলার দিয়েছেন হুঁশিয়ারি বার্তা। তবে নিজের পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করতে গিয়ে এমন এক তুলনা করে বসলেন মুনির, যার জেরে নেটদুনিয়ায় নিজেই হাসির খোরাক হয়ে গিয়েছেন তিনি।
advertisement
2/7
বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে ‘পাথর বোঝাই ট্রাক’ এবং ভারতকে ‘চকচকে মার্সিডিজ’-এর সঙ্গে তুলনা করেছেন। ফ্লোরিডা থেকে দেওয়া এই বার্তায় পাক সেনা প্রধান আসলে বলতে চেয়েছেন পাকিস্তান অপ্রতিরোধ‍্য, অনেক বেশি ভারী ওজনের।
বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে ‘পাথর বোঝাই ট্রাক’ এবং ভারতকে ‘চকচকে মার্সিডিজ’-এর সঙ্গে তুলনা করেছেন। ফ্লোরিডা থেকে দেওয়া এই বার্তায় পাক সেনা প্রধান আসলে বলতে চেয়েছেন পাকিস্তান অপ্রতিরোধ‍্য, অনেক বেশি ভারী ওজনের।
advertisement
3/7
তবে তুলনা টানতে গিয়ে ভারতকে ঝাঁ চকচকে মার্সিডিজ, আর নিজের দেশকে লজঝড়ে ট্রাক বলেছেন আসিম মুনির। তুলনা টানতে গিয়ে নিজেই হয়ে গিয়েছেন হাসির খোরাক।
তবে তুলনা টানতে গিয়ে ভারতকে ঝাঁ চকচকে মার্সিডিজ, আর নিজের দেশকে লজঝড়ে ট্রাক বলেছেন আসিম মুনির। তুলনা টানতে গিয়ে নিজেই হয়ে গিয়েছেন হাসির খোরাক।
advertisement
4/7
আসিম মুনির বলেন, ‘‘পরিস্থিতির ব‍্যাখ‍্যা করতে আমি ক্রুড অ‍্যানালজির(উপমা) ব‍্যবহার করব। ভারত ঝাঁ চকচকে মার্সিডিজ, হাইওয়েতে ফেরারি (Ferrari)-র মতো আসছে। আর আমরা (পাকিস্তান) একটা নুড়ি বোঝাই ট্রাক (Dump truck full of gravel)। যদি ট্রাক এই গাড়িকে ধাক্কা মারে তাহলে কী হবে?’’
আসিম মুনির বলেন, ‘‘পরিস্থিতির ব‍্যাখ‍্যা করতে আমি ক্রুড অ‍্যানালজির(উপমা) ব‍্যবহার করব। ভারত ঝাঁ চকচকে মার্সিডিজ, হাইওয়েতে ফেরারি (Ferrari)-র মতো আসছে। আর আমরা (পাকিস্তান) একটা নুড়ি বোঝাই ট্রাক (Dump truck full of gravel)। যদি ট্রাক এই গাড়িকে ধাক্কা মারে তাহলে কী হবে?’’
advertisement
5/7
পাক সেনা প্রধান (বকলমে যাঁর গুরুত্ব নাকি ছাপিয়ে গিয়েছে সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও বলেই মত রাজনৈতিক মহলের একাংশের) আমেরিকার মাটি থেকে নিজের দেশকে শক্তিশালী বোঝাতে গিয়ে এমন উপমা টানতে গিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন মুনির।
পাক সেনা প্রধান (বকলমে যাঁর গুরুত্ব নাকি ছাপিয়ে গিয়েছে সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও বলেই মত রাজনৈতিক মহলের একাংশের) আমেরিকার মাটি থেকে নিজের দেশকে শক্তিশালী বোঝাতে গিয়ে এমন উপমা টানতে গিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখে পড়েছেন মুনির।
advertisement
6/7
অপারেশন সিঁদুরের সময় থেকেই ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তান এবং আমেরিকার। ট্রাম্প ঘনিষ্ঠ ব‍্যবসায়ী আদনান আসাদের আয়োজন করা নৈশভোজের আমন্ত্রণে গিয়েছিলেন মুনির। সেখান থেকেই ভারতকে আক্রমণ করেছেন পাক সেনাপ্রধান।
অপারেশন সিঁদুরের সময় থেকেই ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তান এবং আমেরিকার। ট্রাম্প ঘনিষ্ঠ ব‍্যবসায়ী আদনান আসাদের আয়োজন করা নৈশভোজের আমন্ত্রণে গিয়েছিলেন মুনির। সেখান থেকেই ভারতকে আক্রমণ করেছেন পাক সেনাপ্রধান।
advertisement
7/7
এমনকী বক্তৃতায় পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন মুনির। ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব’’, বলেছেন তিনি।
এমনকী বক্তৃতায় পরমাণু যুদ্ধের হুমকিও দিয়েছেন মুনির। ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব’’, বলেছেন তিনি।
advertisement
advertisement
advertisement