Asim Munir: ‘ভারত ঝাঁ চকচকে মার্সিডিজ, পাকিস্তান নুড়ি বোঝাই ট্রাক’! পরমাণু হুমকি দিয়েই এ কী বলে বসলেন খোদ আসিম মুনির, নেটদুনিয়ায় হাসির রোল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Asim Munir: বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানকে ‘পাথর বোঝাই ট্রাক’ এবং ভারতকে ‘চকচকে মার্সিডিজ’-এর সঙ্গে তুলনা করেছেন আসিম মুনির
অপারেশন সিঁদুরের পর দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন আসিম মুনির। পাকিস্তানের সেনা প্রধান আমেরিকা থেকেই ভারতের উদ্দ‍্যেশ‍্যে পরমাণু হামলার দিয়েছেন হুঁশিয়ারি বার্তা। তবে নিজের পাকিস্তানের সঙ্গে ভারতের তুলনা করতে গিয়ে এমন এক তুলনা করে বসলেন মুনির, যার জেরে নেটদুনিয়ায় নিজেই হাসির খোরাক হয়ে গিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement
আসিম মুনির বলেন, ‘‘পরিস্থিতির ব‍্যাখ‍্যা করতে আমি ক্রুড অ‍্যানালজির(উপমা) ব‍্যবহার করব। ভারত ঝাঁ চকচকে মার্সিডিজ, হাইওয়েতে ফেরারি (Ferrari)-র মতো আসছে। আর আমরা (পাকিস্তান) একটা নুড়ি বোঝাই ট্রাক (Dump truck full of gravel)। যদি ট্রাক এই গাড়িকে ধাক্কা মারে তাহলে কী হবে?’’
advertisement
advertisement
advertisement