TRENDING:

Sealdah Sector 5 Metro Service: শিয়ালদহ থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ, মিলল অনুমতি! কবে থেকে শুরু পরিষেবা?

Last Updated:

গত সপ্তাহেই তিন ধরে শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে অংশে পরিষেবা শুরু করা যায় কি না, তা পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Sealdah Sector 5 Metro Service)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতার জন্য বড় সুখবর৷ শেষ পর্যন্ত শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত অংশে ইস্ট ওয়েস্ট মেট্রোয় (East West Metro) যাত্রী পরিষেবা শুরুর অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ এর ফলে সরাসরি শিয়ালদহ এবং সেক্টর ফাইভের মধ্যে মেট্রো যোগাযোগ শুরু করা সম্ভব হবে (Sealdah Sector 5 Metro Service)৷ কারণ এতদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলছিল৷
যাত্রী পরিষেবার জন্য তৈরি শিয়ালদহ মেট্রো স্টেশন৷
যাত্রী পরিষেবার জন্য তৈরি শিয়ালদহ মেট্রো স্টেশন৷
advertisement

মেট্রো সূত্রে খবর, আগামী ১ বৈশাখ থেকেই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদহ- ফুলবাগান (Sealdah Phoolbagan Metro) অংশে মেট্রো পরিষেবা শুরু হতে পারে৷ এর ফলে সেক্টর ফাইভ বা সল্টলেকের অফিসযাত্রীদের একটা বড় অংশ অনেকটাই উপকৃত হবেন৷

আরও পড়ুন: কলকাতার জন্য সুখবর! কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বাড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রোর! দুর্বার গতিতে ছুটবে মেট্রোর কাজ?

advertisement

গত সপ্তাহেই তিন ধরে শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে অংশে পরিষেবা শুরু করা যায় কি না, তা পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Sealdah Sector 5 Metro Service)৷ সেই পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় মিলল যাত্রী পরিষেবা শুরুর অনুমতি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শিয়ালদহ মেট্রো স্টেশনের সব কাজই প্রায় শেষ৷ ফলে ১ বৈশাখ থেকে পরিষেবা শুরুর ক্ষেত্রে কোনও অসুবিধা থাকার কথা নয়৷ এতদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু থাকায় সেভাবে যাত্রী হচ্ছিল না ইস্ট ওয়েস্ট মেট্রোয়৷ কিন্তু শিয়ালদহ পর্যন্ত মেট্রো চললে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প আর্থিকভাবে লাভজনক হয়ে উঠবে বলে আশাবাদী মেট্রো কর্তারা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Sector 5 Metro Service: শিয়ালদহ থেকে মেট্রোয় সোজা সেক্টর ফাইভ, মিলল অনুমতি! কবে থেকে শুরু পরিষেবা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল