মেট্রো সূত্রে খবর, আগামী ১ বৈশাখ থেকেই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদহ- ফুলবাগান (Sealdah Phoolbagan Metro) অংশে মেট্রো পরিষেবা শুরু হতে পারে৷ এর ফলে সেক্টর ফাইভ বা সল্টলেকের অফিসযাত্রীদের একটা বড় অংশ অনেকটাই উপকৃত হবেন৷
advertisement
গত সপ্তাহেই তিন ধরে শিয়ালদহ এবং ফুলবাগানের মধ্যে অংশে পরিষেবা শুরু করা যায় কি না, তা পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Sealdah Sector 5 Metro Service)৷ সেই পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় মিলল যাত্রী পরিষেবা শুরুর অনুমতি৷
শিয়ালদহ মেট্রো স্টেশনের সব কাজই প্রায় শেষ৷ ফলে ১ বৈশাখ থেকে পরিষেবা শুরুর ক্ষেত্রে কোনও অসুবিধা থাকার কথা নয়৷ এতদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু থাকায় সেভাবে যাত্রী হচ্ছিল না ইস্ট ওয়েস্ট মেট্রোয়৷ কিন্তু শিয়ালদহ পর্যন্ত মেট্রো চললে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প আর্থিকভাবে লাভজনক হয়ে উঠবে বলে আশাবাদী মেট্রো কর্তারা৷