TRENDING:

হাতে 'গোপন' তথ্য, দিল্লি থেকে আসছেন বাছাই ইডি অফিসাররা! নিশানায় অভিষেক

Last Updated:

Coal Scam: এবার আর দিল্লি নয়, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেককে। সেই সূত্রেই দিল্লি থেকে একটি টিম আসবে যারা আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোমবারই দলের ছাত্র সংগঠনের সভা থেকে অভিষেককে ফের ইডি তলব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী অভিষেক নিজেও বলেছিলেন, এই বড় সমাবেশের পর দেখুন চার-পাঁচদিনে কী হয়। অতটা সময়ও লাগল না। মঙ্গলবারই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে ডেকে পাঠাল ইডি। যদিও ইডি সূত্রে অবশ্য খবর, গত ২৮ অগাস্ট মেল করে অভিষককে সমন পাঠানো হয়েছিল৷ তবে, অভিষেকের কাছে ফের ইডি-র সমন পৌঁছতেই তোলপাড় রাজ্য রাজনীতি।
ফের ইডি-র মুখে অভিষেক
ফের ইডি-র মুখে অভিষেক
advertisement

তবে, এবার আর দিল্লি নয়, কলকাতাতেই ডাকা হয়েছে অভিষেককে। সেই সূত্রেই দিল্লি থেকে একটি টিম আসবে যারা আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য আরও সামনে এসেছে, সেখান থেকে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। সেই কারণে জিজ্ঞাসাবাদে কলকাতার যারা বিভিন্ন জায়গায় কয়লাকাণ্ডে তল্লাশি করেছিল এবং তদন্ত প্রক্রিয়া চালিয়েছেন, সেই ইডি আধিকারিকরাও জিজ্ঞাসাবাদে থাকবেন বলে খবর।

advertisement

আরও পড়ুন: মমতার 'আশঙ্কাই' সত্যি হল! অভিষেককে ফের তলব ইডি-র, এবার কলকাতাতেই জেরা

এছাড়া এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল বেশ কিছু তথ্য মিলেছিল। সেই তথ্যের ভিত্তিতে বয়ান মিলিয়ে দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যে তদন্ত করতে গিয়ে একাধিকবার নাম উঠেছে সেই নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। কয়লা পাচারের টাকা কলকাতায় এসেছিল বিনয় মিশ্রর হাত ধরে, সেই টাকা কোথায় গিয়েছে, তিনি কিছু জানেন কিনা, এই প্রশ্নের মুখেও অভিষেককে পড়তে হবে বলে সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: ‘উনি কি কারও ঠোঁট নাড়া দেখে বক্তব্য বুঝতে পারেন...?’ জয় শাহের পাশে দাঁড়িয়ে অভিষেককে খোঁচা শুভেন্দুর

এর আগেও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে অভিষেককে দীর্ঘ জেরা করেছে ইডি৷ কেন তাঁকে দিল্লিতে জেরা করা হবে, এই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রয়োজনে অভিষেক এবং তাঁর স্ত্রীকে কলকাতায় এসে জেরা করার জন্য ইডি-কে নির্দেশ দিয়েছিল আদালত৷ এই নির্দেশের পর অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতার বাড়িতে এসে জেরা করেছিল ইডি৷ এবার অভিষেককে জেরা করতে দিল্লি থেকে কলকাতায় আসছেন ইডি-র আধিকারিকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

---অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাতে 'গোপন' তথ্য, দিল্লি থেকে আসছেন বাছাই ইডি অফিসাররা! নিশানায় অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল