মন্ত্রীদের ছাড়া ওই দফতরের উচ্চপদস্থ অধিকারিকদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্যরা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। উপস্থিত থাকবেন বিভিন্ন কমিশনারেটের পুলিশ আধিকারিকরাও। উপস্থিত থাকতে বলা হয়েছে বাজার কমিটির সদস্যদেরও।
আরও পড়ুন : নজরে আদিবাসী ভোট, মঙ্গলবার থেকে দু’দিনের ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
কম দামে নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষত শাক-সবজি পৌঁছানোর জন্য রাজ্যের রয়েছে সুফল বাংলা স্টল। কিন্তু রাজ্যের পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এবার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি কম দামে পৌঁছে দিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই নবান্ন সূত্রে খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বাজারগুলিতে ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় খোঁজখবর নিয়েছেন বলেও জানা যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, শুধুমাত্র শহর বা শহরাঞ্চল নয়, গ্রামের এলাকাগুলিতেও কয়েকটি জিনিসের ক্ষেত্রে অস্বাভাবিক দাম বেড়েছে বলেই ইতিমধ্যেই রিপোর্ট এসেছে।
আরও পড়ুন : কাশ্মীর নিয়ে নেহরুর ৫টি ভুল- আসল সত্য জানালেন রিজিজু
তার পরই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের ব্যাপারে নবান্নের শীর্ষ মহলের আধিকারিকদের কাছে নির্দেশ দেন বলেই জানা গিয়েছে। মনে করা হচ্ছে এদিনের এই বৈঠক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি আটকাতে বাজারে বাজারে অভিযান-সহ একাধিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনাও এদিনের বৈঠকে অন্যতম টার্গেট হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এই দিনের বৈঠক দেখে দফতরগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে প্রশাসনিক মহল।