এদিন পুরস্কার প্রদানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। ওই মহিলার সঙ্গে দল, সরকারের কোনও যোগ নেই। কোনও এক মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সময়ের মধ্যে সত্যি এর বিচার হোক। সত্যি প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমার কোনও কিছু যায় আসে না।
আরও পড়ুন: 'জয় জগন্নাথ', পুজোয় মেতে মদন মিত্র! পার্থ-আবহে নতুন পরামর্শ নেটিজেনদের
advertisement
ইডি অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারির পর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়ন সঙ্ঘে অর্পিতার সঙ্গে মমতার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীরা অনেকেই কটাক্ষ করেছেন, অর্পিতাকে ব্যক্তিগত ভাবে চেনেন মুখ্যমন্ত্রী। এদিন বঙ্গবিভূষণের মঞ্চ থেকে সেই প্রসঙ্গেও মুখ খোলেন মমতা। তিনি বলেছেন, 'পুজো তে যাই। আমাকে পুজোতে ডাকে। আমি যদি না চিনি তাহলে আমি কি করব?'
আরও পড়ুন: ED-র র্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
মুখ্যমন্ত্রীর দাবি, 'আমি একটা প্যান্ডেলে গিয়েছি। কোনও মহিলা গিয়েছে, কী করে জানব। সে নাকি পার্থর বন্ধু। একটা মহিলাকে নিয়ে সব মহিলার অসন্মান করছে।' তাঁর কথায়, 'কেউ যদি ভুল করে থাকে তাহলে সরকার দায় নেবে না। দলও নয়। ওই মহিলার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' মমতার সাফকথা, 'কেউ যদি দোষ করে তাঁকে কেউ সাপোর্ট দেবে না। কিন্তু এই ভাবে কেউ আমার সন্মানহানি করলে তাহলে বলব, আহত সিংহ কিন্তু ভয়ংকর।'