লন্ডন সফরে, ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা থেকে লন্ডন দূরে নয়। কিন্তু আমাদের সঙ্গে সরাসরি উড়ান নেই। আগে কলকাতা থেকে সরাসরি উড়ান ছিল। একটা সময় ব্রিটিশ এয়ারওয়েজ সরাসরি উড়ান চালাত। এখন সরাসরি উড়ান না চলায় আসতে বহু সময় লাগে।” কলকাতা থেকে এক সময়ে নিয়মিত লন্ডনের সরাসরি উড়ান ছিল। এয়ার ইন্ডিয়া ছাড়া ব্রিটিশ এয়ারওয়েজও সেই উড়ান চালাত। ইকোনমি বা সাধারণ শ্রেণিতে যাত্রী হলেও বিজনেস শ্রেণির যাত্রীর অভাবে প্রথমে এয়ার ইন্ডিয়া সরাসরি উড়ান তুলে নেয়।
advertisement
২০০৯ সালের মার্চে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান তুলে নেয় ব্রিটিশ এয়ারওয়েজ। তারপর থেকে শুধু লন্ডন নয়, কার্যত ইউরোপেরই সরাসরি উড়ান উঠে যায় কলকাতা থেকে। এখন যাঁরা কলকাতা থেকে ইউরোপ যেতে চান, তাঁদের দুবাই, আবুধাবি বা দোহা ঘুরে যেতে হয়। মাঝে বহু বার কেন্দ্রের কাছে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালুর জন্য আবেদন করেছেন মমতা। বলা হয়েছে, কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা এয়ার ইন্ডিয়াকে দিয়ে সেই উড়ান চালু করা হোক। কিন্তু কেন্দ্র আশ্বাস দিলেও তা চালু হয়নি। বারবারই যুক্তি দেখানো হয়েছে, বাণিজ্যিকভাবে সেই উড়ান সফল হবে না।
আরও পড়ুন-দাদা রাজ কাপুরের সঙ্গে গদগদ প্রেম, লোকলজ্জা ভুলে ভাইকে ‘চুমু’ খেতে চাইলেন নার্গিস, তারপর যা হল…
লোকসান করে উড়ান চালানো সম্ভব নয়।রাজ্য সরকার যে কলকাতা–লন্ডন ডিরেক্ট ফ্লাইট পরিষেবার জন্য উদ্যোগী হয়েছে, তা গত বছর বিধানসভায় বলেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বলেও ঘোষণা করেছিলেন চন্দ্রিমা। যদিও এখনও কলকাতা–লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। কিন্তু রাজ্য সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা মমতার কথায় স্পষ্ট। লন্ডন–কলকাতা ডিরেক্ট ফ্লাইট না–থাকার কারণে মুখ্যমন্ত্রীর যাওয়া–আসাতেই দু’দিন সময় চলে যাচ্ছে।