নেপাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘নেপাল আমার দেশ নয়, এটা বিদেশী রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি, কেন্দ্রীয় সরকার দেখছে, আমার অনুরোধ থাকছে বর্ডার এলাকা নজরে রাখুন, কোনও গণ্ডগোলে জড়িয়ে পড়বেন না, শান্তি ফিরে আসুক, আমারা মনে করি পাড়া প্রতিবেশী ভাল থাকলে আমরা ভাল থাকব।’’
advertisement
SIR নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমরা SIR এর বিরুদ্ধে, এসআইআর প্রক্রিয়ায় তিন-চার বছর সময় লাগে। দু’-তিন মাসে তা হয় না। ভোটার কার্ড অ্যালাও করা উচিত। আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, যাদের আধার কার্ড নেই তারা বানিয়ে নেবেন।’’
প্রসঙ্গত, মঙ্গলবারই উত্তরবঙ্গের পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুপুর ৩টেয় নামবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে সড়ক পথে উত্তরকন্যা। থাকবেন ‘কন্যাশ্রী’ ভবনে। আগামিকাল, বুধবার জলপাইগুড়িতে সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সড়কপথে উত্তরকন্যা থেকে যাবেন জলপাইগুড়ি। কর্মসূচি শেষে আবার ফিরে আসবেন ‘কন্যাশ্রী’ ভবনে। এরপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফিরবেন কলকাতায়।
আরও পড়ুন: বাড়িতে বা বাড়ির আশপাশে থাকলে এখনই সরিয়ে ফেলুন! এই ৫ জিনিসই ‘ডেকে আনে’ সাপকে, ঘরে ঢুকে আসবে বিষধর
আগামিকাল, বুধবার জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে আদিবাসীদের জমির পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে জলপাইগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগড়ার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।