আরও পড়ুন: পুরভোটে জয়ী নির্দল কাউন্সিলররা কি তৃণমূলে? গুঞ্জনে জল ঢেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়...
আগামী বছর স্বাধীনতার ৭৫ বছর। স্বাভাবিকভাবে বছরতা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। তাই ১৫ অগাস্ট কীভাবে উদযাপন তা নিয়ে মঙ্গলবার ভার্চুয়ালি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কমিটির সদস্য হিসেবে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাঁর অভিযোগ, তাঁকে বা উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যের কাউকেই কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বৈঠকে বক্তা ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং, লতা মঙ্গেশকর-সহ আরও অনেকেই।
advertisement
আরও পড়ুন: বড়দিনে পার্কস্ট্রিটের সেলিব্রেশনে কড়া নজর কলকাতা পুলিশের, মহিলা নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা
তবে রাজ্যে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন মমতা। বাংলায় বিশিষ্টজনদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি তৈরি করেছেন। এদিন সেই কমিটির সদস্যদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করলেন নবান্ন সভাঘরে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়