একদম ছোট মানিপ্লান্টের মাপের গাছ যেমন রয়েছে তেমনই রাখা হয়েছে বিশাল ক্রিস্টমাস ট্রি-ও। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ১৫০ টাকা থেকে শুরু ক্রিসমাস ট্রিয়ের দাম। সবথেকে বড় গাছ রয়েছে ৯০০০ টাকার। গাছ সাজানোর একাধিক সামগ্রী রয়েছে দোকানে। ছোট ছোট বল, ঘণ্টা, তারা, টুপি, রয়েছে বিভিন্ন দরের। হাসান আলি নামে এক ব্যবসায়ী জানালেন, ‘৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা দামের বড় ঘণ্টা রেখেছি, রেডিয়াম স্টার রয়েছে ৩০০ টাকার। এবারে বিক্রি বেশ ভাল। গাছ না কিনলেও ঘর সাজাতে মানুষ অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছেন।’
advertisement
আরও পড়ুন: ‘এই’ মশলা ছাড়া জমে না পিৎজা…কিন্তু কোলেস্টেরলের যম! শুধু খেতে হয় এই ভাবে
আর বড়দিন মানেই তো বড়দিনের কেক, তাই না! সেই কেক-র দামই বা এই বাজারে কত? দোকানিরা জানাচ্ছেন, এবার পাঁউরুটি, চিনি, ডিম, ময়দা, ডালডার সব কিছুর দামই বেশ খানিকটা বেড়েছে। পাউন্ড অনুযায়ী ধরতে গেলে নিউ মার্কেট চত্বরে একদম সাধারণ এক পাউন্ড কেকের দাম শুরু হচ্ছে ২৬০ টাকা। ফ্রুট কেক, ওয়ালনাট কেক বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে। চকোলেট কেক, লেমন কেকের দামও ৩২০ টাকার মধ্যে।
ধর্মতলায় একটি নামকরা কেকের দোকানের কথায়, ‘‘মানুষ এখন নতুন নতুন ফ্লেভার খুঁজছেন। আমরাও চেষ্টা করছি নতুন ধরনের কেক পৌঁছে দিতে। রিচ ফ্রুট কেক, চকলেট ওয়ালনাট কেক বিক্রি হচ্ছে বেশি। তবে এই সময়টায় প্রত্যেক বছরই বিক্রি বাড়ে। সারা বছর হয়তো মেরেকেটে ১০ পাউন্ড কেক বিক্রি হয়। আর এই কয়েকদিনে গড়ে ১০০০ পাউন্ডের কাছাকাছি বিক্রি হয় আমাদের দোকানে।’’
আরও পড়ুন: শীতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন! একবার খেয়ে দেখুন এই পাতা…কাজ হবে ম্যাজিকের মতো
উৎসব যাই হোক না কেন সেটাকে ঘিরে নতুন জামাকাপড় না কিনলে কি মন ভরে? শীতপোশাকের পসরা সাজিয়ে বসে পড়েছেন দোকানিরা। রয়েছে হরেক রকম অফার। প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে সান্টাক্লজের টুপি। দাম ৩০ টাকা থেকে শুরু।
দক্ষিণ কলকাতার বাসিন্দা অনুরাধা সরকার মেয়েকে সঙ্গে নিয়ে বড়দিনের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। তার মধ্যেই জানালেন, ‘‘মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে। দু’বছর বাড়ি আসতে পারেনি কাজের চাপে। আগে নিয়ম করে বাড়িতে বড়দিন পালন করতাম আমরা। এবার মেয়েও রয়েছে, তাই আগাম সব কিনে নিয়ে ঘর সাজাতে শুরু করে দেব। খাওয়াদাওয়া তো রয়েছেই।’’
নিউ মার্কেটের এই সমস্ত দোকান থেকে পাইকারি হারেও জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন জেলার ব্যবসায়ীরা। একসঙ্গে অনেক কিছু নিলে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। অন্য সব বছরের মতো ভিড় চোখে পড়েছে কেকের দোকানে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার নয়া ফ্লেভারের কেক এসেছে বাজারে। তবে বেড়েছে দামটাও। কেক ব্যবসায়ীরা জানাচ্ছেন, চলতি বছর কাঁচামালের দাম বেড়েছে অনেকটা।
