Health Benefit: শীতে কোষ্ঠকাঠিন্যে কষ্ট পাচ্ছেন! একবার খেয়ে দেখুন এই পাতা...কাজ হবে ম্যাজিকের মতো
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ভিটামিনের ভাঁড়ার৷ হজমেও সাহায্য করে৷ ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে দুর্দান্ত কার্যকরী৷ আমাশয়ের মতো পেটের রোগেও দ্রুত উপশম ঘটায়৷
রান্নায় আলাদা মাত্রা এনে দেয় এই সামান্য পাতা৷ স্বাদ-গন্ধ দুইয়েই সেরা৷ কিন্তু, আমরা অনেকেই জানি না৷ ছোট্ট টবেও অনায়াসে ফলে যাওয়া এই পাতাতেও আছে দুর্দান্ত সব গুণ৷ কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ভিটামিনের ভাঁড়ার৷ হজমেও সাহায্য করে৷ ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধে দুর্দান্ত কার্যকরী৷ আমাশয়ের মতো পেটের রোগেও দ্রুত উপশম ঘটায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কারি পাতা পাকা চুল প্রতিরোধ করে: কারি পাতা শুধু যে চুলের ‘এজিং’ কমায়, অর্থাৎ, পাকা চুল হওয়া কমায় তা-ই নয়, চুল পড়ার হাত থেকেও মুক্তি দেয় কারিপাতা। এই পাতার অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ যে কোনও ধরনের সংক্রমণ কমাতে সাহায্য করে৷ কারি পাতায় থাকা ভিটামিন এ ও সি চুলের গোড়া শক্ত করে। ত্বকের স্বাস্থ্য রক্ষাতেও কারি পাতার কোনও তুলনা হয় না।
advertisement
advertisement