ইতিমধ্যে নবান্নের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে এ বারের দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে ২৫ টি প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছিল। আগামী ১ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প করা হবে। ৩১ ডিসেম্বর এর মধ্যে সব আবেদনপত্রের নিষ্পত্তিও করে দেওয়া হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য। সেই দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে এবার একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন : ভাইরাল ভিডিওতে ১০ ডাউনিং স্ট্রিটে আসার আমন্ত্রণ! ঋষি সুনকের বিজয় মামার খোঁজে উত্তাল নেটদুনিয়া
আরও পড়ুন : ‘বিমান তখন ফুল স্পিডে, হঠাৎই দেখা গেল আগুনের শিখা...’’ ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ইন্ডিগোর যাত্রী
নবান্নের তরফে জানানো হয়েছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী,জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তফশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং সংক্রান্ত তথ্য, আঁধার সংক্রান্ত তথ্য, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধীদের শংসাপত্র সংক্রান্ত আবেদন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষি ও প্রাণী সম্পদ দফতরের কিষাণ ক্রেডিট কার্ড, ওয়েবার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর গুলির ক্রেডিট লিংক, কৃষির পরিকাঠামো সংক্রান্ত তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন। এই ২৫ দফা সুবিধা পাওয়া যাবে এবারের দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে। এমনটাই নির্দেশিকা জারি করেছে নবান্ন। প্রায় ৫ কোটি ৬০ লক্ষ মানুষকে দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে রাজ্যজুড়ে বলে দাবি করেছে নবান্নের শীর্ষ মহল।