TRENDING:

Nabanna: বারবার হাতির হানা লোকালয়ে, নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ‍্যসচিব, বিশেষ নির্দেশ জেলাশাসকদের

Last Updated:

বারবার হাতি লোকালয়ে ঢুকে পড়া নিয়ে উদ্বিগ্ন নবান্ন। অবিলম্বে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালু করার নির্দেশ জেলাশাসকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বারবার হাতি লোকালয়ে ঢুকে পড়া নিয়ে উদ্বিগ্ন নবান্ন। অবিলম্বে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালু করার নির্দেশ জেলাশাসকদের। এ বিষয়ে বৃহস্পতিবার বন দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকটি জেলার জেলাশাসকও।
বারবার হাতির হানা লোকালয়ে, নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ‍্যসচিব, বিশেষ নির্দেশ জেলাশাসকদের
বারবার হাতির হানা লোকালয়ে, নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ‍্যসচিব, বিশেষ নির্দেশ জেলাশাসকদের
advertisement

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ‍্যসচিব। নবান্নের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলাশাসক ও জেলার বন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: ইউরিক অ‍্যাসিড থেকে বিপি, কোলেস্টেরল, হাজার রোগ কাবু করবে এই একটি সবজি! কমলা ‘সুপারফুড’ খাওয়ার সঠিক নিয়ম জানেন তো? নাহলেই বিপদ

advertisement

বৈঠকে মুখ‍্যসচিবের নির্দেশ, যে অঞ্চল গুলিতে হাতি আক্রমণের সংখ্যা বেশি সেই অঞ্চল গুলি এবং তার আশপাশের অঞ্চলগুলির বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। যে এলাকা গুলোতে হাতির সংখ্যা বেশি বা যাওয়া আসার প্রবণতা বেশি সেই এলাকাগুলোতে ‘এলিফ্যান্ট করিডর’ করা যায় নাকি তা নিয়ে পরিকল্পনা করতে হবে।

আরও পড়ুন: হয়ে গেল দিন ঘোষনা! জলের দরে পাওয়া যাবে মোবাইল, ল্যাপটপ, টিভি…Amazon, Flipkart-এ Republic Day Sale কবে থেকে শুরু? জানুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেইসঙ্গে মুখ‍্যসচিবের আরও নির্দেশ, সমীক্ষা করে ইলেকট্রিক ফেন্সিং আরও বাড়াতে হবে। প্রয়োজনে হাতির দলের মধ্যে থাকা একটি বা দুটি হাতিকে কলার পরাতে হবে যাতে তাদের গতিবিধি চিহ্নিত হয়। পাশাপাশি, আলিপুরদুয়ারের ঘটনা নিয়ে জেলার ফরেস্ট অফিসার ও জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যসচিবের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: বারবার হাতির হানা লোকালয়ে, নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ‍্যসচিব, বিশেষ নির্দেশ জেলাশাসকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল