সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্নের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলাশাসক ও জেলার বন দফতরের আধিকারিকরা।
advertisement
বৈঠকে মুখ্যসচিবের নির্দেশ, যে অঞ্চল গুলিতে হাতি আক্রমণের সংখ্যা বেশি সেই অঞ্চল গুলি এবং তার আশপাশের অঞ্চলগুলির বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। যে এলাকা গুলোতে হাতির সংখ্যা বেশি বা যাওয়া আসার প্রবণতা বেশি সেই এলাকাগুলোতে ‘এলিফ্যান্ট করিডর’ করা যায় নাকি তা নিয়ে পরিকল্পনা করতে হবে।
সেইসঙ্গে মুখ্যসচিবের আরও নির্দেশ, সমীক্ষা করে ইলেকট্রিক ফেন্সিং আরও বাড়াতে হবে। প্রয়োজনে হাতির দলের মধ্যে থাকা একটি বা দুটি হাতিকে কলার পরাতে হবে যাতে তাদের গতিবিধি চিহ্নিত হয়। পাশাপাশি, আলিপুরদুয়ারের ঘটনা নিয়ে জেলার ফরেস্ট অফিসার ও জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যসচিবের।