TRENDING:

EXCLUSIVE: ‘বিজেপি নেতারা বন্দুকধারীদের নিয়ে ঘুরছেন, দলের কর্মীদের সুরক্ষা দেওয়ার কেউ নেই...’ ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক চন্দ্র বোস

Last Updated:

বিজেপি ছাড়লেও রাজনীতির ময়দান ছাড়ছেন না নেতাজি পরিবারের সদস্য চন্দ্র কুমার বোস। বঙ্গ বিজেপি যে পথে হাঁটছে তাতে এ রাজ্যে বিজেপির ভবিষ্যৎ যে কার্যত অন্ধকার বলেই মত দলত্যাগী নেতার। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? প্রশ্ন চন্দ্র বোসের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  বিজেপি ছাড়লেও এখনই রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না চন্দ্র কুমার বোস। নিউজ18 বাংলার মুখোমুখি হয়ে তাঁর প্রাক্তন দলের নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ  উগড়ে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারের অন্যতম সদস্য চন্দ্র কুমার বোস।
‘বিজেপি নেতারা বন্দুকধারীদের নিয়ে ঘুরছেন, দলের কর্মীদের সুরক্ষা দেওয়ার কেউ নেই...’ ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক চন্দ্র বোস
‘বিজেপি নেতারা বন্দুকধারীদের নিয়ে ঘুরছেন, দলের কর্মীদের সুরক্ষা দেওয়ার কেউ নেই...’ ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক চন্দ্র বোস
advertisement

চন্দ্র বোস বলেন, ‘‘নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমার বিজেপিতে যোগদান করা। সর্বধর্মকে ঐক্যবদ্ধ করে গোটা দেশে ওঁরা যে দৃষ্টান্ত রেখেছেন সেই আদর্শকে ভিত্তি করেই আমার রাজনীতিতে আসা। বিজেপি নেতৃত্ব আমাকে কথা দিয়েছিল যে আপনি নেতাজির আদর্শকে সামনে রেখেই গোটা দেশে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু না কেন্দ্রীয় নেতৃত্ব না রাজ্য নেতৃত্ব কেউই কথা রাখেনি। তাই আমি মনে করলাম বিজেপিতে থেকে আমার কোনও লাভ নেই। সেই কারণেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমি আমার ইস্তফা পত্র পাঠিয়েছি।’’

advertisement

আরও পড়ুন– এক সময় প্রথম সারির প্রভাবশালী ভারতীয়দের তালিকায় ছিল নাম, কীভাবে সব শেষ হল ‘সাহারাশ্রী’ সুব্রত রায়ের

দলত্যাগি বিজেপি নেতা চন্দ্র বোস এই প্রতিবেদককে এও বলেন, ‘‘বিজেপি নেতৃত্ব আমায় বলেছিল আজাদ হিন্দ মোর্চা তৈরি করা হবে। আপনি সেই মোর্চার দায়িত্বে থাকবেন। কিন্তু আজ পর্যন্ত সেই মোর্চা তৈরি  হয়নি। আমাকে কোনও বিশেষ দায়িত্বও দেওয়া হয়নি। কেন আজাদ হিন্দ মোর্চা তৈরি করা হয়নি সে ব্যাপারে আমাকে কিছু জানানোও হয়নি। আমি বিজেপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছিলাম। সেই প্রস্তাবেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি।’’ চন্দ্র বোসের কথায়, ‘‘বাংলায় রাজনীতি সম্পূর্ন আলাদা। বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি বাংলার মানুষ পছন্দ করেন না। তাই সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে যদি এগোনো যেত তাহলে বিগত একুশের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকেই ক্ষমতায় আনতেন।’’

advertisement

আরও পড়ুন- বিপুল সম্পদ তো রয়েছেই, দানধ্যানও করেন প্রচুর; দেশের পঞ্চম ধনী মহিলার নাম জানা আছে কি?

কিন্তু বর্তমানে যে পথে বিজেপি এগোচ্ছে তাতে বিজেপির যে এ রাজ্যে ক্ষমতায় আসার কোনও সম্ভাবনাই নেই সে কথাও স্পষ্ট করেন চন্দ্র বোস। পাশাপাশি বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর কোনও মুখ নেই। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক রাজনৈতিক দলেরই একজন মুখ ছিলেন। কিন্তু বঙ্গ বিজেপিতে অনেক নেতা আছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে কাউকেই দল সেভাবে তুলে ধরেনি। বিজেপিতে অনেক নেতা হয়ে গিয়েছে। কিন্তু আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর কেউ নেই। অথচ সব নেতারাই বন্দুকধারীদের নিয়ে নিজেদের সুরক্ষার কথা ভাবলেও দলীয় কর্মী এবং তাঁদের পরিবারের সুরক্ষা দেওয়ার কথা কেউ ভাবেন না বলেও বিস্ফোরক দাবি করেন চন্দ্র বোস। এক একান্ত সাক্ষাৎকারে বিজেপির এ রাজ্যের প্রাক্তন সহ-সভাপতি চন্দ্র বোস বলেন, ‘আমি এখন নির্দল।’

advertisement

তিনি আরও বলেন, ‘‘রাজনীতিতে  কেউ একবার প্রবেশ করলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে পারেন না। আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব। আগামী দিনে কোনও রাজনৈতিক দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শরৎচন্দ্র বোসের আদর্শ মেনে যদি সেই দল আমাকে কাজ করার সুযোগ দেয় তাহলে আমি সক্রিয়ভাবে সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করব।’’

advertisement

আরও পড়ুন-ভারতের বৃদ্ধি বিশ্বকে উন্নত করবে; আগামী দিনের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগের বোমা ফাটিয়ে চন্দ্র কুমার বোস আরও বলেন,’ সিএএ বিল পাস করার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম কোনও ধর্মের ভিত্তিতে কোনও বিল পাশ করা উচিত নয়। তাতেও কেউ কোনও কর্ণপাত করেনি। আমি এক সময় মিটিং মিছিলে অংশ নিয়েছি। কিন্তু যখন দেখলাম পশ্চিমবঙ্গ বিজেপি ভুল পথে হাঁটছে, আমার কোনও প্রস্তাব, পরামর্শকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না  তখন আমার আর এই দলে থাকার প্রয়োজন আছে বলে মনে করিনি। তাই ইস্তফা দিলাম।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: ‘বিজেপি নেতারা বন্দুকধারীদের নিয়ে ঘুরছেন, দলের কর্মীদের সুরক্ষা দেওয়ার কেউ নেই...’ ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক চন্দ্র বোস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল