Success Story: বিপুল সম্পদ তো রয়েছেই, দানধ্যানও করেন প্রচুর; দেশের পঞ্চম ধনী মহিলার নাম জানা আছে কি?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
ফার্মা কোম্পানি ইউএসভি ইন্ডিয়ার চেয়ারম্যান তিনি। চলতি বছর এপ্রিল মাসে প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, তিনি ভারতের পঞ্চম ধনী মহিলা।
দেশের অন্যতম সফল এবং ধনী মহিলার তালিকা আলো করে রয়েছে লীনা তিওয়ারির নাম। অনেকেই হয়তো তাঁর কথা জানেন না। কারণ বরাবরই প্রচারের আলো এবং সংবাদ শিরোনাম থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। আজ তাঁর সাফল্যের কাহিনীটাই শুনে নেওয়া যাক। আসলে কয়েক বছর আগে পর্যন্ত মেয়েদের পড়াশোনা, ব্যবসা কিংবা চাকরি করে সফল হওয়ার স্বপ্ন বেশির ভাগ ক্ষেত্রেই অধরা থেকে যেত। (Image-Twitter)
advertisement
কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে। পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা ক্ষেত্রেই নিজেদের পায়ের তলার জমি পাকা করে নিচ্ছে মহিলারা। ব্যবসায়িক ক্ষেত্রেও সাফল্যের মাধ্যমে তাঁরা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই তালিকায় রয়েছে সাবিত্রী জিন্দল, কিরণ মজুমদার শ-সহ আরও অনেক মহিলা উদ্যোক্তার নাম। শুধু তা-ই নয়, লীনা তিওয়ারিও রয়েছেন ধনী মহিলা ব্যবসায়ীদের তালিকায়। কিন্তু কে এই লীনা তিওয়ারি? ফার্মা কোম্পানি ইউএসভি ইন্ডিয়ার চেয়ারম্যান তিনি। চলতি বছর এপ্রিল মাসে প্রকাশিত ফোর্বসের তালিকা অনুযায়ী, তিনি ভারতের পঞ্চম ধনী মহিলা। (Image-Twitter)
advertisement
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, লীনা তিওয়ারি লেখাপড়া খুবই পছন্দ করেন। তবে সবসময় মিডিয়া এবং পার্টির জাঁকজমক এড়িয়েই চলেন তিনি। তাই বেশিরভাগ মানুষই তাঁর নাম জানে না। আরও একটা বিষয় রয়েছে। ধনসম্পদ তো বিপুল আছে তাঁর। তবে প্রচুর দানধ্যানও করেন তিনি। একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ২০২১ সালে স্বাস্থ্যসেবা খাতে প্রায় ২৪ কোটি টাকা দান করেছিলেন লীনা।