২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন থিম ঘোষণা করল চালতাবাগান সর্বজনীন। এই থিমের ভাবনায় রয়েছেন প্রদীপ্ত কর্মকার।
প্রতিবছরই নতুন নতুন ভাবনায় দর্শনার্থীদের চমকে দেন এই দুর্গাপুজো কমিটি। এবারের নতুন থিমও দর্শনার্থীদের চমকে দেবেন বলেই আশা পুজো উদ্যোক্তাদের।
আরও পড়ুন: ট্যাংরার দে বাড়িতে ‘ধাঁধা’, দোতলায় পড়ে দেহ, তিনতলায় রক্তমাখা ছুরি, জামা! খুনি বাইরের কেউ?
advertisement
প্রসঙ্গত, গত বছর ৮০ বছরে পা দিয়েছিল চালতাবাগান সর্বজনীনের পুজো। এ বছরের তাদের থিম ‘অন্তর্লোক’। গতবছর মণ্ডপের চার দিক আয়নার কারুকাজে মোড়া ছিল। দর্শনার্থীরা যে দিকেই তাকাবেন, নিজের প্রতিবিম্বকে দেখতে পাচ্ছিলেন বিভিন্ন রূপে। চেনা যাচ্ছিল নিজের অন্তর্লোক।
আরও পড়ুন: ইচ্ছা করেই বাড়ির সব সিসি ক্যামেরা বন্ধ রাখেন দুই ভাই? ট্যাংরা কাণ্ডে নয়া মোড়
এবার বাংলা ভাষার প্রতি নতুন অন্তর্দৃষ্টি দেখাতে চাইছেন এই পুজোর উদ্যোক্তারা।
কীভাবে যাবেন?
বিধাননগর থেকে ডি এল রায় স্ট্রিটে শিমলা এলাকায় মাচুয়াবাজারের কাছে বিবেকানন্দ বাস স্টপেজে নেমেই সামনে এই চালতাবাগান সর্বজনীন।