Tangra Unnatural Deaths: ট্যাংরার দে বাড়িতে 'ধাঁধা', দোতলায় পড়ে দেহ, তিনতলায় রক্তমাখা ছুরি, জামা! খুনি কি বাইরের কেউ? ধন্দে পুলিশ

Last Updated:
খুনি কি দুই ভাই? না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? সেই প্রশ্নও উঠছে। বাড়ির তিনতলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, জামাকাপড়। কিন্তু তিন জনের দেহ পড়ে ছিল দোতলায়। সে ক্ষেত্রে তিনতলায় ছুরি গেল কী করে? রক্তমাখা জামাকাপড়ই বী কার? চারদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে? সেই প্রশ্নও উঠছে
1/7
তদন্ত যত এগোচ্ছে, রহস্য তত বাড়ছে ট্যাংরা কাণ্ডে! সামনে আসছে হাড়হিম করা একের পর এক তথ্য! মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যেই কি খুন দে পরিবারের দুই গৃহবধূ ও নাবালিকা? এরই উত্তর খুঁজছে পুলিশ। ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, ময়নাতদন্তের ৩৬-৪৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে তিন জনের। যদিও দে পরিবারের দুই ছেলে প্রণয় এবং প্রসূন দের বয়ানের সঙ্গে ময়না তদন্তের রোপোর্টের বিস্তর ফারাক পাচ্ছেন তদন্তকারীরা।
তদন্ত যত এগোচ্ছে, রহস্য তত বাড়ছে ট্যাংরা কাণ্ডে! সামনে আসছে হাড়হিম করা একের পর এক তথ্য! মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যেই কি খুন দে পরিবারের দুই গৃহবধূ ও নাবালিকা? এরই উত্তর খুঁজছে পুলিশ।ময়না তদন্তের প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, ময়নাতদন্তের ৩৬-৪৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে তিন জনের।যদিও দে পরিবারের দুই ছেলে প্রণয় এবং প্রসূন দের বয়ানের সঙ্গে ময়না তদন্তের রোপোর্টের বিস্তর ফারাক পাচ্ছেন তদন্তকারীরা।
advertisement
2/7
ট্যাংরার দে বাড়িকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। কে বা কারা ওই বাড়ির তিন সদস্যকে খুন করলেন, তা-ও এখনও স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই? না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? সেই প্রশ্নও উঠছে। বাড়ির তিনতলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, জামাকাপড়। কিন্তু তিন জনের দেহ পড়ে ছিল দোতলায়। সে ক্ষেত্রে তিনতলায় ছুরি গেল কী করে? রক্তমাখা জামাকাপড়ই বী কার? চারদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে? সেই প্রশ্নও উঠছে।
ট্যাংরার দে বাড়িকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। কে বা কারা ওই বাড়ির তিন সদস্যকে খুন করলেন, তা-ও এখনও স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই? না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? সেই প্রশ্নও উঠছে। বাড়ির তিনতলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, জামাকাপড়। কিন্তু তিন জনের দেহ পড়ে ছিল দোতলায়। সে ক্ষেত্রে তিনতলায় ছুরি গেল কী করে? রক্তমাখা জামাকাপড়ই বী কার? চারদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে? সেই প্রশ্নও উঠছে।
advertisement
3/7
ট্যাংরার দে বাড়িকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। কে বা কারা ওই বাড়ির তিন সদস্যকে খুন করলেন, তা-ও এখনও স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই? না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? সেই প্রশ্নও উঠছে। বাড়ির তিনতলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, জামাকাপড়। কিন্তু তিন জনের দেহ পড়ে ছিল দোতলায়। সে ক্ষেত্রে তিনতলায় ছুরি গেল কী করে? রক্তমাখা জামাকাপড়ই বী কার? চারদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে? সেই প্রশ্নও উঠছে।
ট্যাংরার দে বাড়িকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। কে বা কারা ওই বাড়ির তিন সদস্যকে খুন করলেন, তা-ও এখনও স্পষ্ট নয়। খুনি কি দুই ভাই? না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? সেই প্রশ্নও উঠছে। বাড়ির তিনতলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, জামাকাপড়। কিন্তু তিন জনের দেহ পড়ে ছিল দোতলায়। সে ক্ষেত্রে তিনতলায় ছুরি গেল কী করে? রক্তমাখা জামাকাপড়ই বী কার? চারদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে? সেই প্রশ্নও উঠছে।
advertisement
4/7
হাসপাতালে চিকিৎসাধীন প্রণয় ও প্রসূনের দাবি, ১৭ তারিখ রাতে ঘুমের ওষুধ খেয়েছিলেন সকলে। পর দিন তাদের ঘুম ভাঙে। কিন্তু মহিলারা ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাঁদের হাতের শিরা কাটা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মৃত‍্যুর ৩ থেকে ৬ ঘণ্টা আগে খাবার খাওয়া হয়েছিল। তাই দুজনের বয়ানের সঙ্গে এখানেও ফারাক রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রণয় ও প্রসূনের দাবি, ১৭ তারিখ রাতে ঘুমের ওষুধ খেয়েছিলেন সকলে। পর দিন তাদের ঘুম ভাঙে। কিন্তু মহিলারা ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাঁদের হাতের শিরা কাটা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মৃত‍্যুর ৩ থেকে ৬ ঘণ্টা আগে খাবার খাওয়া হয়েছিল। তাই দুজনের বয়ানের সঙ্গে এখানেও ফারাক রয়েছে।
advertisement
5/7
ময়নাতদন্তের অনুসন্ধান থেকে পুলিশ মনে করছে, ১৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রাতরাশ বা দুপুরের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়া হতে পারে। তার পরেই দুই বৌকে খুন করা হয়েছে। এবং রাতের এলাকার মানুষ ঘুমিয়ে পড়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন প্রণয় ও প্রসূন-রা। দুই মহিলার শিরা কে কাটল, তা নিয়েও ধোঁয়াশা পুরোপুরি কাটেনি।
ময়নাতদন্তের অনুসন্ধান থেকে পুলিশ মনে করছে, ১৮ তারিখ অর্থাৎ মঙ্গলবার প্রাতরাশ বা দুপুরের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়া হতে পারে। তার পরেই দুই বৌকে খুন করা হয়েছে। এবং রাতের এলাকার মানুষ ঘুমিয়ে পড়ার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন প্রণয় ও প্রসূন-রা।দুই মহিলার শিরা কে কাটল, তা নিয়েও ধোঁয়াশা পুরোপুরি কাটেনি।
advertisement
6/7
প্রসূন অর্থাৎ বাড়ির ছোট ছেলে দাবি করেছেন, তিনি শিরা কেটেছেন। তাহলে সেই সময় প্রণয় কী করছিলেন? ধোঁয়াশা রয়েছে, কতটা গভীর ঘুমে বা তন্দ্রাচ্ছন্ন ছিলেন রোমি ও সুদেষ্ণা দে যে তাঁদের হাতে এত গভীর ভাবে কাটা হল, তারপরেও কোনও প্রতিরোধ করলেন না? নাকি প্রতিরোধ করা হয়েছিল? সেই সময় বড় ভাই প্রণয় চেপে ধরেছিলেন? বাড়ির তিন তলা থেকে উদ্ধার হওয়া রক্ত মাখা জামা কাপড় কার?
প্রসূন অর্থাৎ বাড়ির ছোট ছেলে দাবি করেছেন, তিনি শিরা কেটেছেন। তাহলে সেই সময় প্রণয় কী করছিলেন?ধোঁয়াশা রয়েছে, কতটা গভীর ঘুমে বা তন্দ্রাচ্ছন্ন ছিলেন রোমি ও সুদেষ্ণা দে যে তাঁদের হাতে এত গভীর ভাবে কাটা হল, তারপরেও কোনও প্রতিরোধ করলেন না? নাকিপ্রতিরোধ করা হয়েছিল? সেই সময় বড় ভাই প্রণয় চেপে ধরেছিলেন?বাড়ির তিন তলা থেকে উদ্ধার হওয়া রক্ত মাখা জামা কাপড় কার?
advertisement
7/7
বুধবার রাতেই এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। নিহত রোমির মা চিত্রা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য মত, এই ঘটনায় বাইরের লোক জড়িত। তিনি বলেন, ” সোমবার রাতে মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বহুবার ফোন করেছি, কেউ ফোন ধরে নি। ড্রাইভারকেও ফোন করছিলাম, তাকেও ফোনে পাচ্ছিলাম না। কোনওদিন বুঝতেই পারেনি, ওদের পরিবারে কোনও সমস্যা চলছিল। আর্থিক সমস্যাও যদি থেকে থাকে, আমাদের কোনওদিন তা বুঝতে দেয়নি। মঙ্গলবার জামাইয়ের আসার কথা ছিল। কিন্তু তারপর থেকে কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না। বাইরের কেউ খুন করেছে! দোষীদের শাস্তি চাই। জামাই অচৈতন্য অবস্থায় রয়েছে হাসপাতালে।”
পুলিশের সন্দেহ, স্বামীর হাতে খুন হয়েছেন ওই শিশুর মা
advertisement
advertisement
advertisement