মূলত দুই দিনাজপুর নদিয়া এবং মুর্শিদাবাদ এই চার জেলায় পরিদর্শন করবে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে ১০০দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে নির্দিষ্ট কিছু অভিযোগ ফের এসেছে তাদের কাছে। তার জন্যই ফের পরিদর্শনের সিদ্ধান্ত কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক নিয়েছে।
advertisement
চার জেলায় পরিদর্শনের জন্য তিনটি পৃথক দল গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে খবর আগামীকাল থেকেই পরিদর্শন শুরু করতে পারে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদল। দিনাজপুর জেলায় ঝাড়খণ্ডের রুরাল দেব অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর তরফে পরিদর্শন করা হবে। নদীয়া জেলায় জয়পুরের আড়াবালি ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চের তরফে পরিদর্শন হবে।
মুর্শিদাবাদ জেলায় হরিয়ানার মহাত্মা গান্ধী প্রাকৃতিক চিকিৎসা সমিতির তরফে পরিদর্শন করা হবে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম দফায় সংশ্লিষ্ট জেলার আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে এই পরিদর্শনকারী দলের সদস্যরা। তারপর প্রয়োজনে তারা পরিদর্শন করবে বিভিন্ন এলাকা।
নবান্ন সূত্রে খবর জব কার্ড সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে ফের রাজ্যে এই কেন্দ্রীয় দল। ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কেন্দ্র রাজ্যকে দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছে না। এই বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মঞ্চককেও একাধিকবার চিঠি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
যদিও কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে ১০০ দিনের গ্রামীন কর্মসংস্থান প্রকল্পে একাধিক অভিযোগ তুলে বারবার কেন্দ্রের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে। রাজ্যের তরফেও পাল্টা চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে বিভিন্ন অভিযোগের উত্তর জানিয়ে।
আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
আরও পড়ুন,'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
তারপরও ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে এখনো কেন্দ্র টাকা দেয়নি রাজ্যকে বলেই অভিযোগ নবান্নের। এরপর আবার গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে ফের রাজ্যে কেন্দ্রীয় দল যাকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয় নিয়ে রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়