সিবিআই-এর নোটিশের প্রেক্ষিতে ম্যাথু বলেছেন, তাঁর যাতায়ার বাবদ বিমান ভাড়া ও কলকাতায় থাকার ব্যবস্থা বাবদ সমস্ত খরচ করতে হবে সিবিআইকে৷ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ট্রেনের কথা বলা হলেও তাতে রাজি নন ম্যাথু৷ তিনি বলেছেন, তিনি একজন পেশাদার সাংবাদিক, ট্রেনে যাতায়াত করতে হলে তাঁর মোট ছ’দিন সময় লাগবে৷ এতটা সময় তিনি দিতে পারবেন না, তাই বিমানেই তাঁর যাতায়াতের ব্যবস্থা করতে হবে৷
advertisement
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক মুখে প্রকাশ্যে আসে নারদ কাণ্ড৷ সেই ভিডিও নিয়ে হঠাৎ তোলপাড় পড়ে যায়৷ সেখানে তৎকালীন তৃণমূলের নেতানেত্রীদের অনেককেই হাতে করে টাকা নিতে দেখা যায়৷ সেই নিয়ে তীব্র আক্রমণ শুরু করে বিরোধী দলগুলি৷ কেন্দ্রীয় সংস্থার হাত ধরে তদন্তের দাবি করা হয়৷ তদন্তের ভার দেওয়া হয় সিবিআই-এর উপর৷ কিন্তু তারপর কেটে গিয়েছে সাত বছর, এখনও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই৷
আরও পড়ুন, সেপ্টেম্বরের শেষেই ভারতীয় রেলে উৎসবের মরশুম! দার্জিলিং মেল, পদাতিকে বড় খবর
আরও পড়ুন, কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ
এদিকে নারদ কাণ্ডে বাকিদের সঙ্গে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ সেই নিয়ে তখন বিজেপি আক্রমণ করেছিল তৃণমূলকে৷ কিন্তু তারপর দল পাল্টে বিজেপি-তে যোগ দেওয়ার পর বারংবার নারদকাণ্ডে শুভেন্দুর জড়িয়ে থাকাকে কেন্দ্র করে গেরুয়া শিবিরকে নিশানা করে আসছে তৃণমূল৷