প্রতিবাদ করায় যাত্রীকে বলা হয়, “বাংলা বাংলা করবেন না তাহলে এটাও বাংলাদেশ হয়ে যাবে।” মেট্রোরেলের এই ঘটনার তদন্ত শুরু করছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ‘মেট্রো রেল এই ধরণের ঘটনা সমর্থন করে না। এই ধরণের আচরণ কোনও কর্মীর থেকে কাম্য নয়।’ এমনই জানানো হয়েছে মেট্রোরেল সূত্রে।
আরও পড়ুন- চারদিকে ‘হিসহিস’…পা ফেললেই ছোবল! মানুষ পালাচ্ছে, সাপেদেরই হয়ে যাবে বাংলার এই গ্রাম?
advertisement
বিবাহিত মহিলারা Google-এ সবচেয়ে বেশি সার্চ দেন ‘এইটাই’…! কী বলুন তো? জানলে চমকে যাবেন
আরও পড়ুন- মেট্রো স্টেশনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ‘হারালেন’ যুগল, ‘ভাইরাল চুমু’ ঝড় তুলল শহরে! দেখুন ভিডিও
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি হলেন, “যেখানে কেন্দ্রীয় সরকার বাংলাকে সাংস্কৃতিক ভাষার তকমা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কাম্য নয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত। এখনকার দিনে দাঁড়িয়ে কিছু সংগঠনও এই ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে, সেটা উচিত নয়। আমি যখন দায়িত্বে ছিলাম এই প্রত্যেকটি জায়গার ব্যবসায়ী সমিতির ব্যানারে এ বাংলা ভাষা লিখতেই হবে বাধ্যতামূলক করেছিলাম।”
রৌনক দত্ত চৌধুরী ও আবির ঘোষালের রিপোর্ট