কলকাতা হাইকোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া অবধি রাজ্য মন্দারমণির হোটেল ভাঙা নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করবে না প্রশাসনও। বিচারপতি অমৃতা সিনহাকে মামলা চলাকালীন জানালেন রাজ্যের আইনজীবী। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবি অবশ্য দাবি করেন, পরিবেশ দফতরের অনুমোদন ছাড়াই হোটেলগুলি চলছে।
আরও পড়ুন: ‘কেন আমাকে জানানো হয়নি? দুর্ভাগ্য’, জেল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা! ঘটে গেল বড় অঘটন
advertisement
বিচারপতি সিনহা জানতে চান, উপযুক্ত অনুমোদন নিয়ে হোটেলগুলি তৈরি হয়েছিল কি না? জবাবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই ১৪৮টি হোটেল তৈরি হয়েছিল৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর৷
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে কার্যকর করতে গত ১১ নভেম্বর মন্দারমণির প্রায় দেড়শো হোটেল এবং রিসর্ট ভেঙে ফেলার বিজ্ঞপ্তি জারি করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক৷ যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন, এখনই মন্দারমণির কোনও হোটেল এবং রিসর্টের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেবে না জেলা প্রশাসন৷