TRENDING:

পঞ্চায়েত ভোট নিয়ে ৯ জানুয়ারি পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি নয়, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারিতে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামী ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবেন না রাজ্য নির্বাচন কমিশন। এদিন এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারিতে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি জনস্বার্থ মামলাতে এদিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত সোমবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে একটি মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের মামলাতে দুটি প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি। ২০১৩ সালে রাজ্যে পঞ্চায়েত ভোট সম্পূর্ণ হয়েছিল কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে এবং ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী ছাড়া। নিজের দায়ের করা মামলাতে শুভেন্দু অভিযোগ তোলেন, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরিপেক্ষিতে আগামী বছরের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।

advertisement

যদিও শুভেন্দু অধিকারীর সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার ছিল এই মামলার পরবর্তী শুনানি। কিন্তু সেই তারিখ পিছিয়ে হয় বৃহস্পতিবার। এদিন শুনানির পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।

আরও পড়ুন, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কল্লোলিনীতে আজ চাঁদের হাট

advertisement

আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা চেয়েছে আদালত। পঞ্চায়েত নির্বাচনে ব্যাকওয়ার্ড ক্লাস সংরক্ষণ নিয়ে একটি হলফনামা তলব করেছে আদালত।

আরও পড়ুন,  বিজেপির সভায় পদপিষ্টের ঘটনা, দিলীপ বললেন, 'আরও প্রস্তুতির প্রয়োজন ছিল'

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

এই মামলার পরবর্তী শুনানি ৯ জানুয়ারি। ওই দিন কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে কী নির্দেশ দেয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোট নিয়ে ৯ জানুয়ারি পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি নয়, নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল