এদিন আদালত জানায়, এই বড় মামলার জন্য আরও শুনানি প্রয়োজন। ইতিমধ্যে রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের কথা জানিয়েছে। এই অবস্থায় ২১ ডিসেম্বর সম্ভবত এই মামলায় চূড়ান্ত পর্বে শুনানি। তারপরেই হয়তো এই মামলার ক্ষেত্রে কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন, বড় খবর! রাজ্যে বাড়ল দুয়ারে সরকার কর্মসূচির সময়সীমা! জানুন বিশদে
advertisement
তবে এই শুনানির ফলে ১৪০০ চাকরিপ্রার্থীর একটা বড় অংশের যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া আপাতত আদালতের নির্দেশ স্থগিত হয়ে গেল। ফলে আপাতত এই ডিসেম্বর পর্যন্ত নিয়োগ আর করা যাবে না। কলকাতা হাইকোর্টে আগামী শুনানির পরে পুরো বিষয়টি স্পষ্ট হবে।
আরও পড়ুন, উঠোন বৈঠকে বিজেপি-ও, বীরভূম থেকেই শুরু বিজেপি-র নতুন জনসংযোগ কর্মসূচি
এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, "শহর এবং শহরতলিতে বহু স্কুল আছে, যেখানে শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই। এই শিক্ষকদের গ্রামের স্কুলে পাঠালে ভাল হয়, গ্রামাঞ্চলের বহু স্কুল পর্যাপ্ত শিক্ষক নেই। হয় গ্রামের স্কুলে যান বা চাকরি ছাড়ুন। এ ব্যাপারে রাজ্যে উপযুক্ত নীতি নির্ধারণ করা প্রয়োজন।"